ট্রাফিক আইন লঙ্ঘন করার জন্যে জরিমানা বকেয়া রয়েছে আপনার? দ্রুত জরিমানা শোধ করুন। নইলে বাতিল হতে পারে আপনার ড্রাইভিং লাইসেন্স। ১ এপ্রিল থেকেই দেশ জুড়ে চালু হচ্ছে কড়া ট্রাফিক আইন।
নতুন নিয়ম অনুযায়ী, তিন মাসের বেশি সময় ধরে ই-চালান পরিশোধ না করলে ড্রাইভিং লাইসেন্স তিন মাসের জন্য বাতিল করা হবে। এছাড়াও একই বছরে সিগন্যাল ভাঙার জন্য বা বেপরোয়া গাড়ি চালানোর জন্য তিনটি চালান জমা করলে তিন মাসের লাইসেন্স বাতিল হতে পারে।
গত কয়েক বছরে ই-চালান থেকে আয় অনেকটাই কমেছে কেন্দ্রীয় সরকারের। সেই কারণেই বকেয়া জরিমানা আদায়ে আরও কঠোর হচ্ছে সরকার। পূর্ববর্তী আর্থিক বছর থেকে কমপক্ষে দুটি চালান পরিশোধ না করা গাড়ির মালিকদের ইনসিওরেন্স প্রিমিয়াম বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বর্তমানে দিল্লিতে চালান থেকে জরিমানা পুনরুদ্ধারের হার সর্বনিম্ন (১৪ শতাংশ)। এর পরেই রয়েছে কর্ণাটক ২১ শতাংশ এবং তামিলনাড়ু ও উত্তরপ্রদেশ ২৭ শতাংশ। অন্যদিকে মহারাষ্ট্র এবং হরিয়ানা যথাক্রমে ৬২ এবং ৭৬ শতাংশ পুনরুদ্ধারের হার নিয়ে শীর্ষে রয়েছে।