• ইদে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে দুর্ঘটনা, ট্রেন থেকে পড়ে মৃত্যু যুবকের
    এই সময় | ০১ এপ্রিল ২০২৫
  • ইদে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। মৃত যুবকের নাম শানু লস্কর (২১)। তিনি কুলতলী থানার জয়নালপুর এলাকার বাসিন্দা। এই দুর্ঘটনা ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার, দক্ষিণ ২৪ পরগনা জেলার, মগরাহাট স্টেশনে কাছে।

    রেল পুলিশ সূত্রে খবর, ইদ উপলক্ষ্যে সোমবার দুই বন্ধুর সঙ্গে ডায়মন্ডহারবার ঘুরতে এসেছিল শানু। রাতে বাড়ি ফিরছিলেন তাঁরা। তখনই এই দুর্ঘটনা ঘটে। মগরাহাট স্টেশন ঢোকার মুখেই আচমকা ট্রেন থেকে পড়ে যান শানু। ট্রেনের যাত্রীরা ও স্থানীয়রা দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে দ্রুত নিয়ে যান মগরাহাট গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

    পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে।প্রাথমিকভাবে পুলিশের অনুমান , ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন সানু। কোনও কারণে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গিয়েছিলেন শানু। তবে এটা নিছক দুর্ঘটনা না কী এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

    শানুর এই আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার এবং বন্ধুমহলে শোকের ছায়া নেমে এসেছে। ইদের দিনে সারাদিন এক সঙ্গে ঘোরার আনন্দর পরে বাড়ি ফেরায় সময়ে তা মুহূর্তের মধ্যে বিষাদে পরিণত হয়েছে।

  • Link to this news (এই সময়)