• চিত্তরঞ্জন কারখানার ইঞ্জিন গড়ায় রেকর্ড
    আনন্দবাজার | ০১ এপ্রিল ২০২৫
  • চলতি অর্থবর্ষে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ৭০০ রেল ইঞ্জিন তৈরি করেছে। এই প্রথম এক অর্থবর্ষে (২০২৪-২৫) এতগুলি ইঞ্জিন তৈরি করেছে রেলের কারখানা। সূত্রের খবর, সংস্থার চিত্তরঞ্জন এবং ডানকুনির ইলেকট্রিক লোকো অ্যাসেম্বলি এবং অ্যানসিলিয়ারি ইউনিট (ইলাও) মিলে এই কৃতিত্ব অর্জন সম্ভব করেছে। এর মধ্যে ডানকুনি শাখা ১৫৬টি ইঞ্জিন তৈরি হয়েছে। বাকি ৫৪৪টি ইঞ্জিন তৈরি হয়েছে চিত্তরঞ্জনের কারখানায়।

    রেল সূত্রের খবর, রবিবারই এই লক্ষ্যমাত্রা ছুঁয়েছে এই কারখানা। গত অর্থবর্ষে (২০২৩-২৪) এই কারখানার দু’টি শাখা মিলে ৫৮০টি ইঞ্জিন তৈরি করেছিল। এ বার তার থেকে একলাফে ১২০টি বেশি ইঞ্জিন তৈরি করেছে তারা। চিত্তরঞ্জনের কারখানায় ‘ডব্লিউএজি ৯এইচসি’ শ্রেণি ছাড়াও, দু’টি করে ইঞ্জিনের টুইন লোকো মালগাড়িতে ব্যবহারের জন্য তৈরি হয়েছে। যাত্রিবাহী ট্রেনে ব্যবহারের জন্য ‘ডব্লিউএপি’ শ্রেণির ইঞ্জিনও তৈরি হয়েছে। বিশেষ এরোডায়নামিক আকৃতির ওই ইঞ্জিন দূরপাল্লার অমৃত ভারত ট্রেনে ব্যবহার করা হবে। সংস্থার পক্ষ থেকে চলতি বছরেই মালগাড়িতে ইঞ্জিনে ব্যবহারের জন্য জলবিহীন শৌচালয় বসানো হয়েছে। ওই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়া ইঞ্জিন দীর্ঘপথে চালকদের শৌচাগার ব্যবহার না-করার সমস্যা থেকে মুক্তির পথ দেখাচ্ছে।
  • Link to this news (আনন্দবাজার)