• হস্তশিল্পীদের উন্নয়নে বরাদ্দ কোটি: সুকান্ত
    আনন্দবাজার | ০১ এপ্রিল ২০২৫
  • দক্ষিণ দিনাজপুর জেলা হবে বাঁশজাত হস্তশিল্প তৈরির আঁতুড়ঘর। কেন্দ্রীয় সরকার তার জন্য এক কোটি টাকা বরাদ্দ করেছে বলে সোমবার জানালেন কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বালুরঘাট শহরে জাতীয় বাম্বু মিশনে ২৫ জন প্রান্তিক মহিলা ও পুরুষ হস্তশিল্প তৈরি প্রশিক্ষণ নিচ্ছেন। আরও বড় করে সামগ্রী তৈরির কাজের প্রশিক্ষণকেন্দ্র জেলায় খুব শীঘ্রই শুরু হবে বলে ইঙ্গিত দেন সুকান্ত।

    এ দিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, জাতীয় বাম্বু মিশনে রাজ্য সরকার প্রকল্প বাস্তবায়নের কোনও সংস্থা বাছাই করে দেয়নি। তাই কেন্দ্রীয় সরকারকে এই রাজ্যে এই প্রকল্প বাস্তবায়নের জন্য মূল সংস্থা হিসেবে অসমের ‘নর্থ ইস্ট কেন অ্যান্ড বাম্বু ডেভেলপমেন্ট কাউন্সিল’কে নিয়োগ করতে হয়েছে। ওই সংস্থার তরফে বালুরঘাটের রঘুনাথপুরে প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে এক মাস ধরে। সংস্থার মাস্টার ট্রেনার নারায়ণচন্দ্র পাল জানান, মহিলা এবং পুরুষদের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শেষে শংসাপত্র দেওয়া হবে। সেই সুবাদে কেন্দ্রীয় সরকারি বিভিন্ন প্রকল্পে ঋণের জন্য আবেদন করতে পারবেন তারা।

    মাসখানেক কেন্দ্রে কাজ শিখছেন পতিরাম গোবিন্দপুরের মামণি মাহাত। কাজ শেখার পরে নিজের ব্যবসা গড়ে তুলতে চান তিনি। দক্ষিণ দিনাজপুরে মূলত টোলডা এবং ভলকা বাঁশ পাওয়া যায়। সেগুলির মান ভাল নয়। এ দিন শিক্ষানবীশ হস্তশিল্পীদের সঙ্গে কথা বলে সুকান্ত। তিনি বলেন, ‘‘দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গ বাঁশজাত শিল্পের সম্ভাবনাময় ক্ষেত্র। বিশেষ করে, এই জেলায় আদিবাসী এবং রাজবংশী সম্প্রদায়ের প্রচুর মানুষ বাঁশের কাজে পটু। তাই এখান থেকেই কাজ শুরু হয়েছে। সুকান্ত জানান, তৈরি সামগ্রী বাজারজাত করতে একটি ‘মার্কেটিং’ মঞ্চ দরকার। সেটারও ব্যবস্থা হচ্ছে।
  • Link to this news (আনন্দবাজার)