এই সময়, কোলাঘাট: নাম করা স্ত্রী রোগ বিশেষজ্ঞ বেলাল হোসেন। বাড়ি কোলাঘাটে। অস্থির সাম্প্রদায়িকতার যুগে বেলাল হোসেন সম্প্রীতির এক উজ্জ্বল মুখ। প্রতিবার ইদের দিন তাঁর বাড়িতে শুভেচ্ছা জানাতে ভিড় করেন হিন্দু, মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষজন। এবারও তার ব্যতিক্রম হয়নি। ইদ উপলক্ষে মলয় চট্টোপাধ্যায় নামে তাঁর এক অনুরাগীর মা একটি পাঞ্জাবি পাঠিয়েছেন।
সেই পাঞ্জাবি পরে সকালে মসজিদে গিয়ে ইদের নমাজ সেরে বাড়িতে ফিরে আসেন বেলাল হোসেন। ততক্ষণে বাড়িতে হাজির দশ-পনেরো জন অনুরাগী। অনুরাগীদের সাথে একসাথে প্রাতরাশ সারেন চিকিৎসক। দুপুরে সবাইয়ের সাথে মধ্যাহ্নভোজ। ইদের জন্য সারাদিন রোগী দেখা বন্ধ রাখেন। বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বেরোন কোলাঘাটের এই বর্ষীয়ান স্ত্রী রোগ বিশেষজ্ঞ।
বেলাল হোসেন বলেন, 'এক হিন্দু মা ইদের জন্য আমাকে একটি পাঞ্জাবি পাঠিয়েছিলেন। সেই পাঞ্জাবি পরেই মসজিদে যাই নমাজ পড়তে। ইদের দিন সবার জন্য প্রার্থনা জানিয়েছি। নিজের জন্য সব শেষে। ইদের শুভেচ্ছা জানাতে আজ বাড়িতে অনেকে এসেছিলেন। তাঁদের সাথে জমিয়ে আড্ডা ও খাওয়াদাওয়া হয়। আজকের দিনটা একেবারে স্পেশ্যাল।'