• বকেয়া কর পুরো দিয়ে তবে ওয়েভারে ছাড়ের আবেদন
    এই সময় | ০১ এপ্রিল ২০২৫
  • দেবাশিস দাস

    ঠেকে শিখে ওয়েভারে কর ছাড়ের নিয়ম বদলাল কলকাতা পুরসভা। আগে বকেয়া পুরো জমা দিয়ে মেয়রের কাছে কর ছাড়ের জন্যে ওয়েভার স্কিমে আবেদন জানাতে হবে এখন থেকে। মেয়রের অনুমোদন মিললে তবেই মিলবে ছাড়। আগে বকেয়া করের পরিমাণ জানিয়ে ওয়েভারের আওতায় ছাড়ের জন্যে আবেদন জানাতে হতো। মেয়র অনুমোদন দিলে ছাড়ের টাকা বাদ দিয়ে বকেয়া কর মেটাতে হতো। প্রসঙ্গত, ওয়েভারে ছাড় মেলে সুদ ও জরিমানার উপরে।

    অনেক নাগরিক অতীতে এই সুযোগের অপব্যবহার করেছেন বলে অভিযোগ। রাজস্ব আদায় ক্ষতিগ্রস্ত হয়েছে পুরসভার। তদন্তে পুরকর্তাদের নজরে আসে, অনেকেই এক বার ওয়েভারে ছাড় পাওয়ার পরে ফের সেই টাকার উপরে দু’বার, তিন বার করে ছাড় করিয়ে নিয়েছেন। তার পরেই ওয়েভারের নিয়ম বদল নিয়ে আলোচনায় বসেন পুরকর্তারা। নতুন নিয়মে সিলমোহর দেন প্রাক্তন পুর–কমিশনার বিনোদ কুমার।

    বদলে যাওয়া নিয়মে ১০ বছর বা তার চেয়ে বেশি পুরোনো বকেয়া করের ক্ষেত্রে সুদে সর্বোচ্চ ৩৫% এবং জরিমানায় ছাড় ধার্য হয়েছে ২৫% পর্যন্ত। পাঁচ বছর থেকে দশ বছরের মধ্যে বকেয়ায় সুদে সর্বোচ্চ ছাড় ৪০% এবং জরিমানায় ৫০%। ২ বছর থেকে ৫ বছরের কর বকেয়ায় সুদে সর্বোচ্চ ছাড় ৫০% এবং জরিমানায় ৭৫% ছাড় ধার্য হয়েছে। আর দু’বছরের কম বকেয়া করে সুদে সর্বোচ্চ ছাড় ৫০% এবং জরিমানায় ধার্য ৯৯% ছাড়।

    তবে সবটাই নির্ভর করছে মেয়রের অনুমোদনের উপরে। পুরসভার রাজস্ব বিভাগ সূত্রে জানা যাচ্ছে, বর্তমান নিয়ম অনুযায়ী, বকেয়া করের পুরো টাকা জমা দিয়ে ওয়েভারে ছাড়ের আবেদন জানালে মেয়র যেটুকু ছাড় অনুমোদন করবেন তা পরবর্তী বকেয়া মেটানোর সময়ে অ্যডজাস্ট করা হচ্ছে। আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের মধ্যে অনলাইনে কর মেটালে সুদের ক্ষেত্রে ৫% এবং প্রবীণ নাগরিকরা আরও অতিরিক্ত ১% ছাড় পাবেন। প্রসঙ্গত, বর্তমানে কলকাতা পুরসভায় নথিভুক্ত করদাতা ৯ লক্ষ ৩৫ হাজার।

  • Link to this news (এই সময়)