এপ্রিলে গরমের বদলে ঝেঁপে বৃষ্টি! কবে কোন জেলা ভাসবে? জানা গেল মাসের শুরুতেই...
আজকাল | ০১ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মার্চে বৃষ্টি আবহাওয়া দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় স্বস্তি এনে দিলেও, মার্চ মাসের শেষের দিকে তীব্র ব্যাটিং চালিয়েছে গরম। বাংলা ক্যালেন্ডারের হিসেবে এখনও গ্রীষ্মকাল না এলেও, তেজ দেখিয়েছে রোদ। বাঁকুড়া, পুরুলিয়া কোথাও তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই, কোথাও পেরিয়ে গিয়েছিল ৪০ ডিগ্রি।
মার্চেই এই প্রবল দাবদাহ হলে, এপ্রিলে কী হবে অবস্থা? ভেবেই অতিষ্ট সাধারণ মানুষ। তবে এপ্রিলের শুরুতে মোটামুটি স্বস্তি থাকবে। তেমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, এপ্রিলের প্রথম দিন শুষ্ক আবহাওয়া থাকলেও, বুধবার অর্থাৎ দ্বিতীয় দিন থেকেই বদল আসতে পারে আবহাওয়ায়।
বুধবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বুধবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই মেদিনীপুরে বৃষ্টি, সঙ্গে ঝড়ের সম্ভাবনা। বৃহস্পতিবারে ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুরে, বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। শুক্রবার থেকে ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সঙ্গে ৩০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টি সম্ভাবনা রবিবার পর্যন্ত। অন্যদিকে ৬ এপ্রিল পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৬, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি বেশি।