• তাপপ্রবাহের অ্যালার্ট বাংলায়, জানিয়ে দিল IMD, আর কোন কোন রাজ্য জ্বলবে?
    আজ তক | ০১ এপ্রিল ২০২৫
  • ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) পূর্বাভাস দিয়েছে যে এপ্রিল থেকে জুন মাসে দেশের বেশিরভাগ অঞ্চলে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশি থাকবে। পশ্চিমবঙ্গসহ ১৬টি রাজ্যে তাপপ্রবাহের দিন সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে। ​

    সাধারণত, এই সময়ে দেশে গড়ে ৪ থেকে ৭ দিন তাপপ্রবাহ দেখা যায়। তবে আইএমডি জানিয়েছে, উত্তর ও পূর্ব ভারত, মধ্য ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের সমভূমি অঞ্চলে এবার স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ দিন বেশি তাপপ্রবাহ হতে পারে। উত্তরপ্রদেশের পূর্বাংশ, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় এবং ওড়িশায় তাপপ্রবাহের দিন সংখ্যা ১০ থেকে ১১ দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ​

    পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, চৈত্র মাস থেকেই কিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে বা তার কাছাকাছি পৌঁছেছে। তবে, চলতি সপ্তাহে রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় বৃষ্টি হতে পারে, এবং শুক্রবার থেকে কলকাতা, হাওড়া সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।​

    এই গ্রীষ্মে তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকের আশঙ্কা বাড়ায়, কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোকে আগাম প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছে। রাজ্যগুলোর হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া, আইএমডি জানিয়েছে যে এপ্রিলে দেশে গড়ে ৩৯.২ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, যা স্বাভাবিক মাত্রার মধ্যে পড়ে।​

    আইএমডি প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র এক সংবাদ সম্মেলনে বলেন, "এপ্রিল থেকে জুন পর্যন্ত, উত্তর ও পূর্ব ভারতের বেশিরভাগ অংশ, মধ্য ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের সমভূমিতে স্বাভাবিকের চেয়ে দুই থেকে চারটি বেশি তাপপ্রবাহের দিন অনুভব করার সম্ভাবনা রয়েছে।" এছাড়াও, রাজস্থান, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক ও তামিলনাড়ুর উত্তরাঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি তাপপ্রবাহের দিন দেখা দিতে পারে।​

    এপ্রিল মাসে ভারতের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে, চরম দক্ষিণ এবং উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। দেশের বেশিরভাগ অংশেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে, উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্বের কয়েকটি জায়গা ছাড়া যেখানে তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকতে পারে।

     
  • Link to this news (আজ তক)