• ভাটপাড়ায় এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, তদন্তে পুলিস
    বর্তমান | ০১ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। মৃতের নাম মহম্মদ হামিদ। ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়ার পাঁচ নম্বর সাইডিং এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল, সোমবার দুপুরে হামিদের সঙ্গে বচসায় জড়ায় তারই দূরসম্পর্কের এক দাদা মহম্মদ ভীমা। বচসা চলাকালীনই হাতাহাতি থেকে দু’জনেই মারপিটে জড়িয়ে পড়েন। অভিযুক্ত ভীমা বেধড়ক মারধর করে হামিদকে। মারের চোটে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন হামিদ। এরপর স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। তবে শেষরক্ষা হয়নি। গতকাল, সোমবার গভীর রাতে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। ভাটপাড়া থানার পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। খুনের অভিযোগ দায়ের হয়েছে।
  • Link to this news (বর্তমান)