নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তীব্র দাবদাহে পুড়ছে রাজ্য। উত্তর থেকে দক্ষিণ গরমের জেরে নাজেহাল সাধারণ মানুষ। তাপমাত্রা কিছুটা কম থাকলেও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করায় অস্বস্তি বাড়ছে। আজ, মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি বেশি। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি কম। এই তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। কারণ আগামী কাল, বুধবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। আগামী ৪ তারিখ অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। যার ফলে এই দাবদাহ থেকে কিছুটা রেহাই মিলতে পারে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।