• নিউ টাউনে টোটো চালক খুনে গ্রেফতার ২ মাধ্যমিক পরীক্ষার্থী!
    হিন্দুস্তান টাইমস | ০১ এপ্রিল ২০২৫
  • নিউ টাউনে টোটোচালকের খুনি ২ নাবালক। প্রাথমিক তদন্তের পর এমনই দাবি করল পুলিশ। সোমবার ওই ২ নাবালককে আটক করেছে ইকো পার্ক থানা। ধৃতরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বলে জানা গিয়েছে।

    সোমবার ভোর রাতে নিউ টাউনের ১৪ নম্বর ট্যাঙ্কের কাছে উদ্ধার হয় টোটোচালক সুশান্ত ঘোষের দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ ছিল, পরকীয়া সম্পর্কের জেরে প্রেমিকা ও তাঁর স্বামী মিলে খুন করেছেন সুশান্তকে। তদন্তে নেমে তাদের আটক করে পুলিশ। কিন্তু CCTV ফুটেজ বদলে দেয় তদন্তের গতিমুখ। সিসিটিভি ফুটেজে দেখা যায় ২ নাবালককে নিয়ে টোটো চালিয়ে যাচ্ছেন সুশান্তবাবু। নাবালকদের খোঁজ করতে গিয়ে জানা যায়, তাদের মধ্যে একজন সুশান্তবাবুর প্রেমিকার মেয়ের প্রেমিক। এর পরই প্রকাশ্যে আসে গোটা ঘটনা।

    পুলিশ জানাচ্ছে, প্রেমিকা মামণির মেয়ের সঙ্গেও সম্পর্ক করতে চেয়েছিলেন সুশান্তবাবু। সেকথা প্রেমিককে জানায় মামণির মেয়ে। এর পরই সুশান্তবাবুকে খুন করার সিদ্ধান্ত নেয় নাবালক। আর সেজন্য রবিবার সুশান্তবাবুর বাড়িতে টোটো ভাড়া করতে চলে যায় সে। কিন্তু তখন তিনি বাড়িতে না থাকায় ফোন নম্বর নিয়ে চলে আসে। এর পর রবিবার রাতে তাকে নিউ টাউনের রাম মন্দিরের কাছে ডেকে পাঠায়। সেখানে টোটোয় ওঠে ওই নাবালক ও তার এক বন্ধু। ২ জনের কাছেই ছিল হাতুড়ি। ১৪ নম্বর ট্যাঙ্কের কাছে টোটো নির্জন জায়গায় পৌঁছতেই হাতুড়ি দিয়ে পিছন থেকে সুশান্তবাবুর মাথায় আঘাত করে সে। এর পর ধারাল অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে।

    ২ নাবালককে আটক করে গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। তদন্তকারীরা ২ নাবালকের দাবির সত্যতা খতিয়ে দেখছেন। সঙ্গে ২ জন নাবালকের পক্ষে এত বড় একজন ব্যক্তিকে খুন করা সম্ভব কি না খতিয়ে দেখছেন তাঁরাও।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)