কলকাতা জাদুঘরে বোমা রাখার হুমকি মেইল ঘিরে তীব্র আতঙ্ক। মঙ্গলবার সকালে একটি হুমকি মেইল করা হয় জাদুঘরে। ভিতরে বোম রাখা আছে বলে উল্লেখ করা হয় অজ্ঞাতপরিচয় আইডি থেকে পাঠানো সেই হুমকি মেইলে। সে সময়ে জাদুঘর দর্শনে এসেছিলেন ৫০৯ জন দর্শক। তার মধ্যে ছিলেন ১০ জন বিদেশি। তাঁদের সকলকে বের করে জাদুঘর খালি করে দেওয়া হয়েছে। প্রত্যেকের কাগজপত্রের বৈধতা এবং ব্যাগ চেক করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজার বোম স্কোয়াড এবং স্নিপার ডগ।
বিস্তারিত আসছে...