কলকাতার রাস্তায় ফের ভয়ঙ্কর দুর্ঘটনা। মঙ্গলবার সকাল সাতটা নাগাদ ই এম বাইপাসের ওপর অভিষিক্তা মোড়ের কাছে তিন গাড়ির সংঘর্ষ। দুর্ঘটনায় গুরুতর আহত সত্তরোর্ধ্ব বৃদ্ধ ও অটো চালক। তাঁদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে।
জানা গিয়েছে, আনোয়ার শাহ রোড কানেক্টারে একটি অটোকে উল্টোদিক থেকে এসে ধাক্কা মারে একটি অ্যাপ ক্যাব। নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি ধাক্কা মারে পাশ দিয়ে যাওয়া অন্য গাড়িতে। অটো-সহ তিনটি গাড়িই ক্ষতিগ্রস্থ। ব্যস্ত রাস্তার মাঝে এই ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য যানজট তৈরি হয়।
পুলিশ সূত্রে খবর, ভুল রাস্তায় ঢুকে পড়েছিল অ্যাপ ক্যাবটি। অনুমান, ক্যাবের চালক মদ্যপ ছিলেন। হঠাৎ সজোরে সামনে চলে আসায় অটোর সঙ্গে ধাক্কা লাগে অ্যাপ ক্যাবের। ওই অটোয় ছিলেন সত্তরোর্ধ্ব বৃদ্ধ। যিনি হাসপাতাল থেকে চিকিৎসার করিয়ে বাড়ি ফিরছিলেন। এই দুর্ঘটনায় সাংঘাতিক আহত হয়েছেন তিনি। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। আহত অটোচালককেও প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।