• রাতভর পার্টি, দুপুরে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার তরুণীর দেহ
    এই সময় | ০১ এপ্রিল ২০২৫
  • কলকাতার একটি অভিজাত আবাসন থেকে উদ্ধার এক তরুণীর দেহ। মঙ্গলবার দুপুরে বাগুইআটির দেশবন্ধু নগরের একটি আবাসনের ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার হয়েছে তরুণীর মৃতদেহ। নিহত তরুণীর নাম মণীষা রায়, তিনি পেশায় বার ডান্সার বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, আত্মহত্যার ঘটনা হয়ে থাকতে পারে এটি। সব দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

    পুলিশ জানিয়েছে, এই ঘটনা মৃতার এক বন্ধুকে আটক করা হয়েছে। ওই ব্যক্তির নাম অন্তর্যামী সোয়েন, তিনি ওডিশার জগতসিংপুরের বাসিন্দা। তাঁরই জন্মদিনে সোমবার রাতে মণীষার ফ্ল্যাটে পার্টি চলছিল বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রের খবর, শুধুমাত্র ২ জনেই ওই ফ্ল্যাটে উপস্থিত ছিলেন।

    পুলিশ জানিয়েছে, জন্মদিনের পার্টি শেষে ২ জনই ঘরের মধ্যে ছিলেন এবং কোলাপসেবল গেটে তালা দেওয়া ছিল। ফলে ঘরের মধ্যে কী হয়েছে, তা একমাত্র মণীষার পুরুষ বন্ধু জেনে থাকবেন বলে মনে করছে পুলিশ। আবাসনের দরজার চাবি ছিল মণীষার কাছে, তাই ওই ব্যক্তি বেরিয়ে যেতে পারেননি বলে মনে করছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, মণীষার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাস রোধ করে খুন? নাকি আত্মহত্যা? জানতে তদন্ত করছে বাগুইআটি থানার পুলিশ।

    মণীষার দেহ ময়না তদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ কী?

    পুলিশ সূত্রের খবর, আগে মায়ের সঙ্গে থাকতেন ওই তরুণী। বেশ কিছুদিন আগে মণীষার মা মারা যান। তার পর থেকে একাই থাকতেন মণীষা। ওই তরুণীর পরিচিত ও বন্ধুদের খোঁজ শুরু করেছে পুলিশ। সকলের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। মণীষার মৃত্যু আপাতভাবে আত্মহত্যা বলে মনে হলেও, ময়না তদন্তের পরেই সব স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ

  • Link to this news (এই সময়)