মঙ্গলবার সকালে শিলিগুড়ির বর্ধমান রোডে একটি স্কুল বাস দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলে যাওয়ার পথে জলপাই মোড় ও নৌকাঘাটের মাঝখানে তার পিছনের দু'টি চাকাই খুলে বেরিয়ে যায়। চিৎকার চেঁচামেচি জুড়ে দেয় পড়ুয়ারা। চালক তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ায় ছাত্রছাত্রীরা কেউ জখম হয়নি। স্থানীয়রাই ছাত্রছাত্রীদের উদ্ধার করে। খবর পেয়ে বেসরকারি স্কুলের তরফে বিকল্প বাসে ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হয়। তবে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুলবাসের রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী গৌতম মোহান্ত বলেন, ‘যে ভাবে বাসের পিছনের চাকা খুলে গিয়েছিল, তাতে বড় কিছু ঘটে যেতে পারত। চালকের তৎপরতায় কিছু হয়নি।’
স্থানীয়রা দুর্ঘটনার পরে ঘটনাটি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বাসের মেরামতির গাফিলতিতে এত বড় দুঘর্টনা বলে অভিযোগ স্থানীয়দের। এ ব্যাপারে জেলা পরিবহণ আধিকারিক মিল্টন দাস বলেন, ‘এখন প্রতিটি স্কুল বাসের নিয়মিত ফিটনেস পরীক্ষা করা হয়। এ জন্য বিশেষ নজরদারি টিমও রয়েছে। তারপরেও কেন এমন ঘটনা ঘটল সেটা খতিয়ে দেখা হবে।’
ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরা। তাঁদের বক্তব্য, ‘স্কুলবাসের জন্য আলাদা টাকা দেওয়ার পরেও কী করে এ ধরনের ঘটনা ঘটে। কোনও রক্ষণাবেক্ষণই কী হয় না? বাসের গতি বেশি থাকলে অনেক বড় দুর্ঘটনাই ঘটত।’
খবর পেয়ে ঘটনাস্থলে যায় শিলিগুড়ি থানার পুলিশ। বাসটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। যদিও এ বিষয়ে এখনও অবধি স্কুল কর্তৃপক্ষের কোনও বক্তব্য মেলেনি।
তথ্য সহায়তা: সঞ্জয় চক্রবর্তী