• টয় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত, মৃত্যু কার্শিয়ংয়ের সেই ছাত্রীর
    এই সময় | ০১ এপ্রিল ২০২৫
  • টয় ট্রেনের ধাক্কায় আহত কার্শিয়ংয়ের নবম শ্রেণির ছাত্রীর মৃত্যু। কানে ইয়ারপড গুঁজে রেললাইনে হাঁটছিল সে। শুনতে পায়নি ট্রেনের হুইসেল। সজোরে ধাক্কা দেয় টয় ট্রেন। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল সোমবার। রাতেই সেখানেই মৃত্যু হয় রোশনি রাই নামে ওই কিশোরীর।কার্শিয়াং সেন্ট জোসেফ স্কুল ফর গার্লসের ছাত্রী রোশনি।সে বাজারে কেনাকাটা করতে এসেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।লাইনের পাশে তাকে বিপজ্জনক ভাবে হাঁটতে দেখে চালক হুইসেল বাজান বলেও স্থানীয়দের একাংশের দাবি।

    ঘটনায় পর মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। রেল স্টেশনে ধর্নায় বসেন তাঁরা। তাঁদের অভিযোগ, চালকের গাফিলতিও রয়েছে। কেন তিনি ট্রেন থামাননি? প্রশ্ন তাঁদের।

    ঘটনা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে GTA চিফের সঙ্গে বৈঠক করেন রেল আধিকারিকেরা। GTA-র তরফ থেকেও মৃতের পরিবারকে আর্থিক সাহায্য করা হচ্ছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইয়ারপড কানে গুঁজে হাঁটতে গিয়ে বিপজ্জনক ভাবে রেললাইনের উপরে চলে আসেন ওই ছাত্রী। ফলে প্রাণঘাতী দুর্ঘটার কবলে পড়ে সে। সোমবার দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার সময়ে কার্শিয়ং বাজারের কাছে টয় ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, রেল চালক মেয়েটিকে দেখতে পাওয়ার পরেও ট্রেন থামাননি। যা নিয়ে প্রশ্ন উঠছে। সাধারণত টয় ট্রেনের গতি মন্থর থাকে। ফলে মেয়েটিকে দেখেও কেন চালক ব্রেক কষলেন না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

    এ দিকে, মৃত ছাত্রীর পরিবারের সদস্যরা রেলের বিরুদ্ধে সরব হয়েছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মঙ্গলবার সকাল থেকেই জয় রাইড-সহ সমস্ত টয় ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে।

  • Link to this news (এই সময়)