• মাঝরাস্তায় খুলে গেল চলন্ত স্কুল বাসের চাকা, ভিতরে তখন বহু পড়ুয়া, তারপর? ...
    আজকাল | ০১ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা শিলিগুড়ি শহরে। চলন্ত স্কুলবাস থেকে খুলে গেল পিছনের চাকা, ভাগ্যক্রমে বাঁচল বাসের ভিতরে থাকা খুদে পড়ুয়ারা। 

    জানা গিয়েছে, ফুলবাড়ির একটি বেসরকারি স্কলের বাস কিছু পড়ুয়াকে নিয়ে শিলিগুড়ি জলপাইগুড়ি মোড় এলাকা দিয়ে যাবার সময় হঠাৎ করে গাড়ি নিয়ন্ত্রণ হারাতে শুরু করে।  প্রবল ঝাঁকুনি শুরু হয় গাড়িতে। চালক গতিক বুঝে গাড়ির গতি কমিয়ে আনলেও, মাঝরাস্তায় খুলে যায় বাসের চাকা।  সেই অবস্থায় কিছুক্ষণ চলার পর, চালকের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। খুলে যাওয়া চাকা ও বাসের দূরত্ব তখন প্রায় ২০ মিটারের। বাসে থাকা পড়ুয়াদের মধ্যে কয়েকজন আহত, যদিও বা আঘাত গুরুতর নয় বলেই জানা গিয়েছে।

    ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি ট্রাফিক পুলিশের আধিকারিকেরা। দুর্ঘটনার ফলে আংশিক যানজটের সৃষ্টি হলে পুলিশি তৎপরতায় যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়। অন্যদিকে আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয় স্থানীয় হাসপাতালে।
  • Link to this news (আজকাল)