• এসির মধ্যে ফোঁস ফোঁস শব্দ! খুলতেই চক্ষু চড়কগাছ, ছিটকে সরে গেলেন সকলে...
    আজকাল | ০১ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: এসির মধ্যে ফোঁস ফোঁস শব্দ। তীব্র গরমে এসি চালিয়ে ঘুমাতে গিয়ে অদ্ভুত শব্দ কানে আসে বাড়ির সদস্যদের। এসির কাছে যেতেই যা দেখতে পেলেন, তাতে চোখ ছানাবড়া হয়ে যায় সকলের। তুমুল হইচইয়ে ছুটে আসেন স্থানীয়রা। অবশেষে ওই এসি থেকে উদ্ধার একাধিক সাপ। 

    ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার পূর্ব সোনাটিকারিতে‌। ওই এলাকার এক বাসিন্দা সুব্রত দাসের বাড়ির এসি থেকে উদ্ধার হয় মোট পাঁচটি সাপ। পরিবার সূত্রে জানা গিয়েছে, তীব্র গরম পড়তেই সোমবার রাতে এসি চালিয়েছিলেন পরিবারের এক সদস্য। তাঁদের দাবি, এসি চালানোর পর অদ্ভুত আওয়াজ শুনতে পান। শব্দ পেয়ে দ্রুত এসি বন্ধ করে দেন। 

    এসির কাছে যেতেই লক্ষ করেন, সেখান থেকে সাপের লেজ ঝুলছে। দ্রুত তাঁরা খবর দেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে। গতকাল রাতেই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এসে দু'টো সাপ উদ্ধার করেন। আজ, মঙ্গলবার সকালে ফের খবর পেয়ে তাঁরা ওই এসি থেকে আরও তিনটি সাপ উদ্ধার করেন। 

    উদ্ধারকারীরা জানিয়েছেন, সাপগুলি মানুষের পক্ষে ক্ষতিকারক নয়। এরা সাধারণত বাড়ির টিকটিকি ও পোকামাকড় ধরে খায়। খাবারের সন্ধানে হয়তো এসির মধ্যে ঢুকে ছিল। তবে এসি থেকে সাপ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
  • Link to this news (আজকাল)