• চারু মার্কেট এলাকায় খুনের ঘটনায় গ্রেপ্তার এক, পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে এল চাঞ্চল্যকর তথ্য ...
    আজকাল | ০১ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ চারু মার্কেট থানা এলাকায় পরিচারক অবিনাশ বাউড়ির দেহ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সাদ্দাম আলম (‌৩০)‌। সাদ্দামকে বারুইপুর থানা এলাকার মল্লিকপুর থেকে গ্রেপ্তার করা হয়। 

    পুলিশ সূত্রে খবর, সাদ্দাম কলকাতার এক রেস্তরাঁয় ওয়েটারের কাজ করে। একটি LGBTQ কমিউনিটির ডেটিং অ্যাপের মাধ্যমে সাদ্দামের সঙ্গে অবিনাশের পরিচয় হয়েছিল। সাদ্দামকে ফ্ল্যাটের কাছে ডেকে পাঠান অবিনাশ। সেখানে আসে সাদ্দাম। এরপর যে ফ্ল্যাটে পরিচারকের কাজ করেন, সেখানে সাদ্দামকে নিয়ে যান অবিনাশ। জানা গিয়েছে, টাকাপয়সা নিয়ে বচসা বাঁধে। কথা কাটাকাটির মাঝে নাকি রান্নাঘরে চলে যায় সাদ্দাম। সবজি কাটার ছুরি দিয়ে পরিচারককে খুন করে বলেই দাবি। আরও তথ্যের খোঁজে ধৃতকে জেরা করছে পুলিশ।

    প্রসঙ্গত, চারু মার্কেট এলাকার বাসিন্দা ব্যবসায়ী কুশল ছাবরার ফ্ল্যাট থেকে অবিনাশ বাউড়ির দেহ উদ্ধার হয়েছিল। ওই ফ্ল্যাটে পরিচারক হিসাবে কাজ করতেন তিনি। আসানসোলের বাসিন্দা অবিনাশের ঈদে বাড়ি যাওয়ার কথা ছিল। তার আগেই মৃত্যু হয় তাঁর। দেহ উদ্ধারের সময় তাঁর ঘাড় ও মুখে একাধিক আঘাতের চিহ্ন ছিল। মোবাইল ফোনেরও খোঁজ মিলছিল না। দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ। এবং নিশ্চিত হয় যে অবিনাশকে খুন করা হয়েছে। তদন্তে নেমে সাদ্দাম আলমকে গ্রেপ্তার করে পুলিশ। 

     
  • Link to this news (আজকাল)