কলকাতা হাইকোর্টে বিচারপতির বদলি নিয়ে সরব হলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। দিল্লি হাইকোর্টের বিচারপতি দীনেশ কুমার শর্মাকে কলকাতা হাইকোর্টে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার প্রতিবাদে সরব হয়েছে বার অ্যাসোসিয়েশন ও বার লাইব্রেরি ক্লাবের আইনজীবী সংগঠন। এই নিয়ে এবার মুখ খুললেন কল্যাণ।
কী বলেছেন কল্যাণ?
এই প্রসঙ্গে শ্রীরামপুরের সাংসদ বলেছেন, 'আমাদের ইস্যুটা হল যে, কলকাতা হাইকোর্টকে ডাম্পিং গ্রাউন্ড বানানো ঠিক নয়। যেসব বিচারপতিকে নিয়ে নানা প্রশ্ন রয়েছে, তাঁদের কলকাতা হাইকোর্টে বদলি করা হচ্ছে। আমরা এই বদলির বিরোধিতা জানাচ্ছি...আমরা এটা মেনে নেব না।'
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের কলেজিয়াম এই বদলির সুপারিশ করেছিল। বিচারপতি শর্মার এই বদলির বিরোধিতা করেছে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন ও বার লাইব্রেরি ক্লাব। তাদের মতে, যে বিচারপতিকে কলকাতা হাইকোর্টে পাঠানো হচ্ছে, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বদলির সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও স্থগিত করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি দেওয়া হয়েছে বলে খবর।
অন্য দিকে, বদলির সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টে পর্যন্ত বার অ্যাসোসিয়েশন ও বার লাইব্রেরি ক্লাবের আইনজীবী সংগঠনের সদস্যরা কোনও মামলায় অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন।