মালদার মোথাবাড়িতে সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শুভেন্দুর মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। শুভেন্দু জানিয়েছেন, তিনি একজন নিরাপত্তারক্ষী ও একজন বিধায়ককে সঙ্গে নিয়ে মোথাবাড়ি পরিদর্শন করতে ইচ্ছুক, এবং সেখানে কোনও মিছিল বা সমাবেশ করবেন না, যাতে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
গত বুধবার মোথাবাড়ি বাজারে হিন্দুদের দোকানে ও বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় গোটা এলাকা হিন্দুশূন্য করার ডাক দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে। এমনকী এলাকায় মহিলাদের শাঁখা - সিঁদুর পরতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। রবিবার মোথাবাড়ি যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁকে বাঁশের কেল্লা বানিয়ে আটকায় পুলিশ।
গত তিন দিনে মোথাবাড়িতে গোষ্ঠী সংঘর্ষের ফলে পুলিশ ৬১ জনকে গ্রেফতার করেছে এবং ১৯টি মামলা রুজু করা হয়েছে। পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মোথাবাড়ি যেতে চেয়েছিলেন, কিন্তু পুলিশি বাধার সম্মুখীন হন এবং অভিযোগ করেন যে পুলিশ তাদের ক্ষমতার অপব্যবহার করছে।
শুভেন্দু অধিকারীর আবেদনের বিষয়ে হাইকোর্টের শুনানি চলতি সপ্তাহেই হতে পারে। তিনি আদালতের কাছে অনুমতি চেয়েছেন যাতে তিনি মোথাবাড়ির পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে পারেন এবং সেখানকার বাস্তব অবস্থা সম্পর্কে অবগত হতে পারেন।