নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাত সকালেই শহরে দুর্ঘটনা। আর তার জেরে গুরুতর জখম হলেন দু’জন। আজ, মঙ্গলবারে অফিস টাইমে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার ই এম বাইপাসের উপরে অভিষিক্তা মোড়ের কাছে। হাসপাতালে চিকিৎসার পর আত্মীয়ের সঙ্গে আটোতে করে বাড়ি ফিরছিলেন এক সত্তরোর্ধ্ব বৃদ্ধ। তখনই ভুল রুটে এসে একটি অ্যাপ ক্যাব তাঁদের অটোতে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি পাশ দিয়ে যাওয়া একটি গাড়িকে ধাক্কা মারে। তিনটি গাড়িরই যথেষ্ট গতি ছিল। সেই কারণে অটো, অ্যাপ ক্যাব ও দুর্ঘটনার কবলে পড়া গাড়ির কিছুটা অংশ দুমড়ে-মুচড়ে যায়। এই দুর্ঘটনার ফলে গুরুতর জখম হন ওই বৃদ্ধ ও অটো চালক। তাঁদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরিয়ে দিয়েছে পুলিস। কিছুক্ষণের জন্য যানজট হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ট্রাফিক পুলিস।