তীব্র গরমের মাঝেই স্বস্তির খবর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। এর ফলে তীব্র গরম থেকে খানিকটা স্বস্তি মিলতে পারে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে ৩-৪ ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। রবিবারও ওই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। ৬ এপ্রিল পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
ছত্রিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত থাকা বলয় অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে রাজ্যে। প্রায় সমান্তরাল ভাবে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। এর প্রভাবে আরও বেশি বেশি করে জলীয় বাষ্প ক্রমাগত ঢুকছে রাজ্যে।