• আইপিএলে বেটিং চক্রের পর্দাফাঁস, ফরাক্কা থেকে গ্রেপ্তার ৯
    দৈনিক স্টেটসম্যান | ০১ এপ্রিল ২০২৫
  • আইপিএলের মরশুমে বেটিং চক্র চালানোর অভিযোগে ফরাক্কার বল্লালপুর এলাকা থেকে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা প্রত্যেকেই ছত্তিশগড়ের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে ৩২ টি মোবাইল ফোন, পাঁচটি ল্যাপটপ, কয়েকটি সিম কার্ড, বেশকিছু গুরুত্বপূর্ণ নথি ও কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে।

    পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সনৎ জাঙ্গেল, ফারহাজ সেখ, রাহুল দেওয়ানগন, ওয়াসিম, লালতা প্রজাপতি, দিকেশ কুমার, রোহন অ্যান্টনি, অমিত লোটারে ও চন্দন সোনয়ানি। তাঁদের সকলের বয়স ২১ থেকে ২৮ এর মধ্যে। অভিযুক্তদের মধ্যে কয়েকজন ছাত্রও রয়েছেন। আইপিএল শুরু হওয়ার কয়েকদিন আগে অভিযুক্তরা মোস্তাকিন হোসেন নামে এক ব্যক্তির বাড়ি ভাড়া নেন। বাড়ি ভাড়া ছিল মাসিক পঁচিশ হাজার টাকা। স্থানীয় সূত্রে খবর, ৯ জনের মধ্যে ৮ জন যুবক কখনই বাড়ি থেকে বাইরে বেরতেন না। শুধুমাত্র একজনকে মাঝেমধ্যে বাড়ি থেকে বের হতে দেখা যেত।

    পুলিশ জানিয়েছে, অনলাইনে জুয়া চক্রের লেনদেন করা হত। কোনও নগদের ব্যবহার হত না। পুলিশের সন্দেহ এড়াতেই ছত্তিশগড় থেকে মুর্শিদাবাদে এসে ঘাঁটি গেড়েছিলেন অভিযুক্তরা। আইপিএলের ম্যাচে দলগুলিতে কোন কোন খেলোয়াড় থাকবে, ম্যাচের ফলাফল কী হবে, কতগুলি ছয় ও চার হবে সেই সম্পর্কিত বিষয়ের উপর বেটিং চলত। একটি অ্যাপের মাধ্যমে অনলাইনে চলত টাকার লেনদেন। এখনও বাড়ির মালিক মোস্তাকিনের হদিশ পায়নি পুলিশ। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ধৃতদের মোবাইল ফোন পরীক্ষা করে আইপিএল ম্যাচের বেটিংয়ের বিপুল টাকার লেনদেনের তথ্য পাওয়া গিয়েছে। এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছেন বলে অনুমান পুলিশের।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)