রামনবমী নিয়ে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে রাজনীতির পারদ। এরই মধ্যে সোমবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় দেখা গিয়েছে রামনবমীর পোস্টার। জানা গিয়েছে, রবিবার রাতে শহরজুড়ে এই পোস্টারগুলি লাগানো হয়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউ, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, ধর্মতলা সহ শহরের বিভিন্ন এলাকায় পোস্টারগুলি নজরে পড়ছে।
আগামী রবিবার রামনবমী। তার আগে শহরজুড়ে এই পোস্টার পড়ায় বিতর্ক তৈরি হয়েছে। পোস্টারে লেখা আছে রামনবমী পালন করুন। পোস্টারের একদিকে রয়েছে শ্রীরামচন্দ্রের ছবি, অন্যদিকে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। মোদীর ছবির ঠিক নিচেই রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি। এছাড়াও অযোধ্যার রাম মন্দিরের একটি ছবিও পোস্টারে রয়েছে। পোস্টারের একদম নিচে লেখা আছে, শুভেন্দু অধিকারী, সভাপতি, শ্রী শ্রী শঙ্খানন্দ জগন্নাথ মন্দির (মেছেদা, পূর্ব মেদিনীপুর)। ওয়াকিবহাল মহলের মতে, কোনও একটি ধর্মের উৎসবকে সামনে রেখে এভাবে প্রচার করা রাজনীতিবিদদের মানায় না। এভাবে ধর্মীয় মেরুকরণের চেষ্টা হচ্ছে।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিভাজনের রাজনীতি করতে ইদের আগেই শহরজুড়ে এই পোস্টার ছড়িয়ে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম দাবি করেছেন, এসব করে কোনও লাভ হবে না। কারণ এভাবে ভোট পাওয়া যায় না।