সোমা মাইতি: অদৃষ্টের লিখন! নিয়তির চরম পরিহাস! আজই ছিল কর্মজীবনের শেষদিন। আর চাকরিজীবনের শেষ দিনেই মৃত্যু হল ট্রেনচালক গঙ্গেশ্বর মালের। বাড়ি মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরের ভট্টপাড়ায়। মঙ্গলবার ভোরে ঝাড়খন্ডের সাহিবগঞ্জ জেলার বারহাইট এলাকায় দুই মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে যে দুই লোকো পাইলট প্রাণ হারিয়েছেন, গঙ্গেশ্বর মাল তাঁদের মধ্যেই একজন।
একই লাইনে চলে আসে দুটি ট্রেন। যার ফলেই ফলেই দুর্ঘটনা ঘটে। কয়লা বোঝাই করে ফারাক্কা থেকে লালমাটিয়ার উদ্দেশে যাচ্ছিল এনটিপিসির একটি মালগাড়ি। সেই মালগাড়িটি বারহাইতে সিগন্যালের জন্য অপেক্ষা করছিল। ঠিক সেইসময়-ই উলটোদিক থেকে আসা অন্য একটি মালগাড়ি সজোরে ধাক্কা মারে ওই মালগাড়িটিকে। ভয়ংকর সংঘর্ষের জেরে দুটি ট্রেনই লাইনচ্যুত হয়ে যায় ও ইঞ্জিনে আগুন ধরে যায়।
দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা আরেকটি মালগাড়ির। দুর্ঘটনার জেরে দুই মালগাড়ি চালকেরই মৃত্যু হয়। তাঁদেরই একজন গঙ্গেশ্বর মাল। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই গঙ্গেশ্বর বাবুর পরিবারের লোকজন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন। শোকস্তব্ধ পরিবার। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।