• ঝাঁকে ঝাঁকে মাছ নয়, নদীতে হাত ডোবালেই উঠছে কার্তুজ! চাঞ্চল্য ইসলামপুরে
    প্রতিদিন | ০১ এপ্রিল ২০২৫
  • শংকরকুমার রায়, রায়গঞ্জ: নদীর জলে ঝাঁকে ঝাঁকে মাছ নয়! হাত ডোবালেই উঠে আসছে কার্তুজ! একটা দুটো নয়। মুঠো মুঠো। মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের ইসলাপুর থানার দোলঞ্চা নদীতে। ঘটনায় শোরগোল এলাকায়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে নদীতে স্নান করতে যায় এলাকার কয়েকজন বালক। নদীতে পা দিতেই নীচে শক্ত কার্তুজগুলো তাদের পায়ে বাধে। হাত ডোবাতেই কার্তুজ উদ্ধার হয়। আতঙ্কিত বালকেরা বড়দের জানায়। তাঁরা ছুটে এসে নদী থেকে আরও কার্তুজ উদ্ধার করেন। আতঙ্কিত স্থানীয়রা পুলিশে খবর দেয়। তদন্তকারীরা সেইগুলি বাজেয়াপ্ত করেছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ৪০টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। কার্তুজগুলি নদীতে এল কী করে? কোথা থেকেই বা এল? সেগুলি কি পাচারের উদ্দেশ্যে নদীতে লুকিয়ে রাখা হয়েছিল? নাকি এলাকাতেই নাশকতার ছক ছিল? সবদিক খতিয়ে দেখছে পুলিশ

    ঘটনায় তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগ্রারওয়াল বলেন, “নদী থেকে কার্তুজ উদ্ধার হয়েছে। বাচ্চারা স্নান করতে নেমে সেইগুলি দেখতে পায়। ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করা হোক। আমি এসপিকে দ্রুত পদক্ষেপ করতে অনুরোধ করেছি।”

    উদ্ধার হওয়া কার্তুজগুলি অব্যবহৃত না কি, ব্যবহৃত তা বুঝতে তদন্ত শুরু করেছে পুলিশ।
    ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস বলেন, “আমাদের কাছে কার্তুজ উদ্ধারের খবর এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কার্তুজগুলো ব্যবহৃত না কি সেগুলি অব্যবহৃত তা পরীক্ষা করে দেখা হবে।”
  • Link to this news (প্রতিদিন)