নিরুফা খাতুন: গত কয়েকদিন ধরেই দাবদাহের পরিস্থিতি বাংলায়। ঘর থেকে বেরতে না বেরতেই গলদঘর্ম হাল। এই পরিস্থিতিতে সুখবর দিল হাওয়া অফিস। বুধেই নাকি বদলাবে আবহাওয়া। সপ্তাহান্তে বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ।
মার্চের শুরু থেকেই গরমে নাজেহাল রাজ্যবাসী। মাঝে ২-৪ দিন বৃষ্টি হলেও গরম থেকে নিস্তার মেলেনি। তবে অবশেষে সুখবর। হাওয়া অফিস সূত্রে খবর, ছত্রিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অক্ষরেখার টানে সোমবার সকাল থেকেই হু হু করে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। প্রায় সমান্তরালভাবেই আরও একটি ঘূণাবর্ত রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। তার জেরে প্রচুর জলীয়বাষ্প ঢুকবে রাজ্যে। আবহাওয়াবিদরা বলছেন, এর প্রভাবেই ওড়িশা, ঝাড়খণ্ডের পাশাপাশি বাংলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে চলতি সপ্তাহে।
বুধবার থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওইদিন পশ্চিমের ৩-৪ জেলায় বৃষ্টিপাত হতে পারে। ক্রমশ উপকূল ও পশ্চিমের জেলাগুলোতে বাড়বে বৃষ্টির পরিমাণ। শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। চলবে বজ্রপাতও। তবে মঙ্গলে বজায় থাকবে হাঁসফাঁস দশা। তবে আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।