• 'BJP করতেন চন্দ্রকান্ত, গ্রেফতারির পর তৃণমূলে যোগ দিতেই লাফিয়ে বাড়ে কারবার'
    হিন্দুস্তান টাইমস | ০১ এপ্রিল ২০২৫
  • ঢোলাহাট বিস্ফোরণে স্থানীয়দের দাবির সঙ্গে মিলে গেল পুলিশের জবানি। এলাকাবাসীদের দাবি, কয়েক বছর আগে বিজেপি সমর্থক ছিলেন বাজি কারবারি চন্দ্রকান্ত বণিক। তখন তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। জামিন পেয়ে তৃণমূলে যোগদান করেন তিনি। তার পর থেকেই তাঁর বাজি ব্যবসার রমরমা। চন্দ্রকান্তকে যে গ্রেফতার করা হয়েছিল তা মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে স্বীকার করে নিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার।

    মঙ্গলবার ঢোলাহাটে সাংবাদিকদের স্থানীয়রা জানান, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন চন্দ্রকান্ত বণিক। এর পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। বেশ কয়েকমাস জেলবন্দি থাকার পর জামিন পান চন্দ্রকান্ত। জেল থেকে বেরিয়ে কিছুদিনের মধ্যেই তৃণমূলের ঘনিষ্ঠ হয়ে ওঠেন তিনি। খোদ বিধায়কের সঙ্গে ওঠবস ছিল তাঁর।

    চন্দ্রকান্তকে যে পুলিশ গ্রেফতার করেছিল তা মঙ্গলবার বিকেলে স্বীকার করে নিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার। তিনি জানিয়েছেন ২০২২ সালে ৬৮ কিলোগ্রাম বাজিসহ গ্রেফতার করা হয়েছিল চন্দ্রকান্তকে।

    স্থানীয়দের দাবি, তৃণমূল ও পুলিশের মদতে ঢোলাহাট থানা থেকে ১০ মিনিটের দূরত্বে চলছিল বাজি কারখানা। পঞ্চায়েতের দেওয়া ট্রেড লাইসেন্সের ওপর নির্ভর করে চলছিল গোটা কারবার। পুলিশ মাসে মাসে এসে টাকা নিয়ে যেত চন্দ্রকান্ত বণিকের কাছ থেকে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)