• ফের ‘হাতি চলে বাজার’ লিখলেন কুণাল, ‘এই পোস্ট সুস্থ স্বাভাবিকদের জন্য নয়’
    হিন্দুস্তান টাইমস | ০১ এপ্রিল ২০২৫
  • সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল ঘোষ। সেখানে তিনি লিখেছেন, 

    'এই পোস্ট সুস্থ স্বাভাবিকদের জন্য নয়।

    যে ক'জন আমার পোস্ট দিনরাত নজর রাখে; নানা ঈর্ষা বা হতাশা উগরে রুচিহীন একঘেয়ে মন্তব্য করে; যারা বিপুল সময় ও শক্তি খরচ করে নানা পুরনো ভিডিও খোঁজে বা নতুন গ্রাফিক্স তৈরি করে; তাদের প্রত্যেককে এই নিষ্ঠাবান আনুগত্যের জন্য আমার ধন্যবাদ। আপনারা যা করছেন, সেটা চালিয়ে যান এবং ঈশ্বরের আশীর্বাদে আমি আমার মত চলতে থাকি। আপনাদের কাজকর্মই প্রমাণ করে দিতে থাকবে, কথাটা ঠিক: হাতি চলে বাজার, তো কুত্তা ভোকে হাজার।

    জয় গুরু।'

    ওয়াকিবহাল মহলের মতে, কুণাল ঘোষ কার্যত সেই অংশের মানুষকে নিশানা করেছেন যাঁরা কুণাল ঘোষের পোস্ট' দিনরাত নজর রাখে; নানা ঈর্ষা বা হতাশা উগরে রুচিহীন একঘেয়ে মন্তব্য করে; যারা বিপুল সময় ও শক্তি খরচ করে নানা পুরনো ভিডিও খোঁজে বা নতুন গ্রাফিক্স তৈরি করে'…

    সেই অংশের মানুষকে নিশানা করেছেন তিনি। 

    তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিরোধীদের আক্রমণ করার ক্ষেত্রে তৃণমূল নেতা কুণাল ঘোষের জুড়ি মেলে না। তবে সোশ্য়াল মিডিয়ায় তিনি কিছু পোস্ট করলেই পুরানো নানা কথা তুলে খোঁচা দিতে নেমে পড়েন নেটিজেনদের একাংশ। কার্যত কুণাল ঘোষের পোস্ট মানেই কমেন্ট সেকশনে এমন কিছু মন্তব্য যা বাস্তবিকই অত্যন্ত 'রুচিহীন একঘেয়ে'। বছরের পরে বছর। দিনের পর দিন। 

    এবার সেই মন্তব্যকারীদের একহাত নিলেন কুণাল। 

    সেই সঙ্গেই তিনি লিখেছেন 'হাতি চলে বাজার, তো কুত্তা ভোকে হাজার..'

    এখান দুটি প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে তিনি এই দুটি শব্দের মাধ্যমে ঠিক কাকে বা কাদের কথা উল্লেখ করেছেন? 

    কারণ সম্প্রতি অক্সফোর্ডে বাংলার মুখ্য়মন্ত্রীর সামনে বিক্ষোভকারীদের নিশানা করে পোস্ট করেছিলেন কুণাল। সেখানেও ছিল এই 'হাতি চলে বাজার' প্রসঙ্গ। ফের এল একই প্রসঙ্গ। হাতি চলে বাজার! 

    অক্সফোর্ডের কেলগ কলেজে বিক্ষোভ প্রসঙ্গে তিনি লিখেছিলেন, 'বামজমানায় বানতলায় ডাঃ অনিতা দেওয়ান ধর্ষণ, খুন বা আনন্দমার্গী সন্ন্যাসীদের হত্যা, বা উন্নাও, হাথরাস নিয়ে বিলেতের সভায় অসভ্য বিপ্লবীদের বাঁদরামি কখনও শুনেছেন?

    ছ'পিসকে ফ্ল্যাট নাটক করানো হয় লন্ডনে, অথচ বাংলায় এরা জনদরবারে প্রত্যাখ্যাত; এদের ফেবু নাটকের প্রাসঙ্গিকতা কোথায়? মহাশূন্যে ভাসমান রামবাম।

     যারা এই নাটক শেয়ার করে বাতেলা দিচ্ছে, সেইকটা বামও বিজেপিকে ভোট দেয় গোপনে।'

    আর সেই সময় তিনি লিখেছিলেন, ‘মুখ্যমন্ত্রী সসম্মানে পুরো কর্মসূচি করেছেন। সফলভাবে করেছেন। হাতি চলে বাজার, .... আবার প্রমাণিত।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)