• ওয়েভার স্কিমে কর ছাড়ের নিয়ম বদলাল কলকাতা পুরসভা, কেন এমন কড়া পদক্ষেপ?
    হিন্দুস্তান টাইমস | ০১ এপ্রিল ২০২৫
  • এবার ওয়েভার স্কিমে কর ছাড়ের নিয়ম বদলাল কলকাতা পুরসভা। এখন আর আগের মতো ব্যবস্থা থাকছে না। ওয়েভার স্কিমে আবেদন করে ছাড় পেয়ে টাকা দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতেন নাগরিকরা। এটা ছিল আগের নিয়ম। এবার বদলে যাওয়া নতুন নিয়মে আগে বকেয়া পুরো জমা দিতে হবে। তারপর মেয়রের কাছে কর ছাড়ের জন্য ওয়েভার স্কিমে আবেদন করতে হবে। আর মেয়র ফিরহাদ হাকিম যদি অনুমোদন দেন তাহলেই মিলবে ছাড়। আগের নিয়মে বকেয়া করের পরিমাণ জানিয়ে ওয়েভার স্কিমের আওতায় ছাড়ের জন্য আবেদন জানাতে হতো।

    কিন্তু কেন বদল এল নিয়মে?‌ কলকাতা পুরসভা সূত্রে খবর, আগের নিয়মে অনেক নাগরিক অতীতে এই ওয়েভার স্কিম নিয়ে অপব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। তার জেরে রাজস্ব আদায় কমেছে। এবার রেকর্ড রাজস্ব আদায় হয়েছে কলকাতা পুরসভার। ছুটির দিনে ট্রেজারি খোলা রাখায় আয় বেড়েছে। সেই আয় আরও বৃদ্ধি করতেই এমন পদক্ষেপ করল কলকাতা পুরসভা। ক্ষতিগ্রস্ত যাতে না হতে হয় তাই এমন পদক্ষেপ। তদন্তে নেমে কলকাতা পুরসভা দেখতে পায়, অনেক নাগরিকই একবার ওয়েভার স্কিমে ছাড় পেয়ে আবার সেই টাকার উপরে দু’বার এমনকী তিনবার করে ছাড় করিয়ে নিয়েছেন। তাই ওয়েভার স্কিমে নিয়ম বদল করা হল। নতুন নিয়মে সিলমোহর পড়েছে।


    কেমন হল নতুন নিয়ম?‌ এক, আগে বকেয়া মিটিয়ে কবে ওয়েভার স্কিমে আবেদন। দুই, ১০ বছর বা তার চেয়ে বেশি পুরনো বকেয়া করের ক্ষেত্রে সুদে সর্বোচ্চ ৩৫ শতাংশ এবং জরিমানায় ছাড় ধার্য হয়েছে ২৫ শতাংশ পর্যন্ত। আর পাঁচ বছর থেকে শুরু করে দশ বছরের মধ্যে বকেয়ার উপর সুদে সর্বোচ্চ ছাড় ৪০ শতাংশ এবং জরিমানায় ৫০ শতাংশ করা হয়েছে। তবে ২ বছর থেকে ৫ বছরের কর বকেয়ায় সুদে সর্বোচ্চ ছাড় রাখা হয়েছে ৫০ শতাংশ এবং জরিমানায় ৭৫ শতাংশ ছাড় ধার্য করা হয়েছে। আর দু’বছরের কম বকেয়া কর থাকলে তাতে সুদে সর্বোচ্চ ছাড় ৫০ শতাংশ এবং জরিমানায় ধার্য ৯৯ শতাংশ ছাড় রয়েছে।

    এই গোটা ওয়েভার স্কিম এবং তার সঙ্গে নতুন নিয়ম নির্ভর করছে মেয়র ফিরহাদ হাকিমের অনুমোদনের উপর। কলকাতা পুরসভার রাজস্ব বিভাগ সূত্রে খবর, এখন নতুন নিয়ম অনুযায়ী, বকেয়া করের পুরো টাকা আগে জমা দিয়ে ওয়েভার স্কিমে ছাড়ের আবেদন করতে হবে। তখন সেই আবেদনের ভিত্তিতে মেয়র যেটুকু ছাড় অনুমোদন করবেন সেটা পরবর্তী বকেয়া মেটানোর সময়ে যোগ–বিয়োগ করা হবে। আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের মধ্যে অনলাইন মাধ্যমে কর মেটালে সুদের ক্ষেত্রে ৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা আরও অতিরিক্ত ১ শতাংশ ছাড় পাবেন। এখন কলকাতা পুরসভায় মোট নথিভুক্ত করদাতা ৯ লক্ষ ৩৫ হাজার।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)