একজন নবীন প্রজন্মের নেতাদের কাছে ‘আইডল’। অপরজন প্রবীণ নেতাদের মধ্যে বেশ সামনে সারিতে আছেন। নবীন প্রজন্মের যিনি ‘আইডল’ তিনি আবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ। আর প্রবীণ নেতাদের মধ্যে যিনি বেশ ভাল জায়গায় আছেন তিনি একদিকে রাজ্যের মন্ত্রী অপরদিকে কলকাতা পুরসভার মেয়র। হ্যাঁ, এঁরা দুজন যথাক্রমে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম। এঁদের মধ্যে শীতল সম্পর্ক রয়েছে বলে তৃণমূল কংগ্রেসের অন্দরেই চর্চা রয়েছে। কিন্তু সেখানে হঠাৎ করে ছবিটা পাল্টে গেল। সোমবার ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যোগ দিলেন ‘খুশির ইদের অনুষ্ঠানে’।
এই ঘটনা যে ঘটতে চলেছে তা কাকপক্ষীতেও টের পায়নি। এমনকী তৃণমূল কংগ্রেসের অনেক নবীন নেতা, প্রবীণ নেতা সকলেই এই দৃশ্য দেখে হতবাক। বিষয়টি হল কী? এই প্রশ্ন ছিল সকলের চর্চায়। তবে মেয়রের বাড়িতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সুব্রত বক্সি। তিনিও বেশ চাপ খেয়েছেন দেখে বলে সূত্রের খবর। ‘নবীন প্রবীণ’ দ্বন্দ্বের প্রেক্ষিতে অভিষেকের এমন ঝটিকা উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ‘নবীন প্রবীণ’ দ্বন্দ্ব যে দলে নেই সেই বার্তা দিতেই এমন পদক্ষেপ করলেন অভিষেক বলে মনে করা হচ্ছে।
আবার ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সর্বধর্ম সমন্বয়ের কথা বলছেন। ইদের মঞ্চ থেকে রেড রোডে অভিষেকও বার্তা দিয়েছেন, যে চাঁদ দেখে ইদ আসে, সেই চাঁদ দেখেই করবা চৌথ হয়। অর্থাৎ সর্বধর্ম সমন্বয়ের বার্তা তিনিই দিচ্ছেন। সেক্ষেত্রে শুধু মুখে বললে হবে না। সেটা কাজেও করে দেখাতে হবে। আর এই কাজে করে দেখাতেই ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাতেই এক ঢিলে দুই পাখি মারা গেল। অভিষেক–ববির সম্পর্কের টানাপোড়েন যে নেই সেটাও এভাবেই প্রমাণ করে দিলেন দলের সেনাপতি। যা অত্যন্ত বুদ্ধিদীপ্ত পদক্ষেপ।
এই একে অপরের সঙ্গে দেখা করে ইদ পালন করা নিয়ে কেউ মুখ খোলেননি। আগে যখন সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছিল তখনও কেউ মুখ খোলেননি একে অপরের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের অন্দরে প্রবীণ–নবীন দ্বন্দ্ব নিয়ে কিছু কথা তাঁরা বললেও ব্যক্তি আক্রমণ করেননি কেউ। দলের অনেক নেতারা সরাসরি এই বিষয়ে মুখ খুললেও সেদিন চুপ করে ছিলেন অভিষেক–ফিরহাদ। এবার তৃণমূল কংগ্রেস ‘আমরা ঐক্যবদ্ধ’ এভাবেই তার বার্তা দিয়ে দেওয়া হল। এখন সেই পথ মেনে নিয়েই দলের সকলকে চলতে হবে।