• মোথাবাড়ি যেতে চেয়ে হাইকোর্টে আবেদন শুভেন্দু অধিকারীর
    হিন্দুস্তান টাইমস | ০১ এপ্রিল ২০২৫
  • সাম্প্রদায়িক হিংসা কবলিত মোথাবাড়ি যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মঙ্গলবার মামলা করার অনুমতি চান তিনি। মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি। এসপ্তাহেই হতে পারে মামলার শুনানি।

    গত বুধবার মোথাবাড়ি বাজারে হিন্দুদের দোকানে ও বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় গোটা এলাকা হিন্দুশূন্য করার ডাক দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে। এমনকী এলাকায় মহিলাদের শাঁখা - সিঁদুর পরতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। রবিবার মোথাবাড়ি যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁকে বাঁশের কেল্লা বানিয়ে আটকায় পুলিশ।

    মঙ্গলবার শুভেন্দুবাবু বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মোথাবাড়ি যাওয়ার অনুমতি চাইতে আবেদন করতে চান। তিনি জানিয়েছেন, সেখানে কোনও মিছিল করার পরিকল্পনা নেই তাঁর। তাঁর সঙ্গে থাকবেন কয়েকজন বিধায়ক। স্থানীয়দের সঙ্গে কথা বলবেন তিনি। শুভেন্দুবাবুর আবেদনের প্রেক্ষিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি ঘোষ। চলতি সপ্তাহেই মামলার শুনানি হতে পারে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)