এই সময়, আলিপুরদুয়ার: নৌকাবিহার করতে গিয়ে হাতির তাড়া খেয়ে কোনওক্রমে প্রাণে বাঁচলেন ২০ জন পর্যটক। ঘটনাটি আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের সিকিয়াঝোরা পর্যটন কেন্দ্রে।
সোমবার ইদের দিন সিকিয়াঝোরাতে বহু পর্যটক আসেন। বক্সা ব্যাঘ্র প্রকল্প লাগোয়া এই পর্যটন কেন্দ্রে নৌকাবিহারের টানে ভিড় হয়। এখানে তিনটি বোট রয়েছে। এ দিন ২০ জন পর্যটককে নিয়ে জয়ন্তী থেকে আসা ঝোরার জলে নৌকাবিহার করতে নিয়ে গিয়েছিলেন দুই কর্মী।
জানা গিয়েছে, নৌকাবিহারের সময়ে তিনটি হাতি হাতি জল খেতে ঝোরায় নামে। হাতি তাড়াতে তাঁদের কাছে থাকা চকলেট বোমা ফাটান কর্মীরা। কিন্তু বোমার শব্দে হস্তিকুল সরেনি। উল্টে নৌকার দিকে এগোতে থাকে বুনোরা।
তখন বাধ্য হয়ে তড়িঘড়ি নৌকা ঘুরিয়ে নিয়ে চলে যান কর্মীরা। নৌকায় থাকা সমিতা দাস বলেন, ‘এত সামনে হাতি। অল্পের জন্য বেঁচে গেলাম। এখনও বুক কাঁপছে।’ আর নৌকাবিহার করতে আসব না।’
বোটের কর্মী পরেশ রায়, লালমোহন রায় বলেন,‘আজ তিনটি হাতি জল খেতে নেমেই আমাদের তাড়া করল। চকলেট বোমা ফাটিয়েও কাজ হলো না। অনেক কসরৎ করে পর্যটকদের নিয়ে ফিরলাম। বনকর্মীদের দেখা মেলেনি।’ যদিও এ নিয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোনও আধিকারিক মন্তব্য করতে চাননি।