পাহাড়ে টয়ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরীর! মৃতার নাম রোশনি রাই (১৫)। কার্শিয়াং শহরের কাছেই সোমবার দুপুরে একটি টয়ট্রেন ধাক্কা মারে কিশোরীকে। দুর্ঘটনার পরে ওই নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জানা যায়, তার মৃত্যু হয়েছে।
কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে এলাকাবাসীদের অভিযোগ কার্শিয়াঙে পাহাড়ের এমন কিছু বাঁক রয়েছে, যেখানে ট্রেন আসছে কি না, তা বুঝতে সমস্যা হয়। সেই রকমই একটি পাহাড়ি বাঁকে সোমবার দুপুরে কিশোরী লাইন পার হওয়ার চেষ্টা করছিল। ওই সময়েই দুর্ঘটনাটি ঘটেছে।
একটি সূত্র মারফত জানা যাচ্ছে, টয়ট্রেনের লাইন পার করার সময়ে বছর পনেরোর ওই কিশোরীর কানে হেডফোন ছিল। সম্ভবত সেই কারণে টয়ট্রেন আসার শব্দ শুনতে পায়নি সে। তবে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। পাহাড়ের ওই ‘অন্ধ’ বাঁকগুলিতে টয়ট্রেন চলাচলের সময়ে আরও সাবধানতার দাবিতে সরব হয়েছেন কার্শিয়াঙের সাধারণ মানুষেরা। সূত্রের খবর, এলাকাবাসীদের এই দাবি নিয়ে দার্জিলিং হিমালয় রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও করছেন জিটিএ কর্তৃপক্ষ।