বিচারপতিকে নিয়ে আপত্তি, কলকাতা হাই কোর্টে মামলায় গরহাজির আইনজীবীদের একাংশ
আনন্দবাজার | ০১ এপ্রিল ২০২৫
সুপ্রিম কোর্টের কলেজিয়াম সম্প্রতি দিল্লি হাই কোর্টের এক বিচারপতিকে কলকাতা হাই কোর্টে বদলির সিদ্ধান্ত নিয়েছে। ওই সিদ্ধান্তে সায় নেই হাই কোর্টের আইনজীবী সংগঠনগুলির। ওই বদলির সিদ্ধান্তে আপত্তি জানিয়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টে পর্যন্ত বিচারপ্রক্রিয়ায় যোগ না-দেওয়ার সিদ্ধান্ত নেন আইনজীবীদের একাংশ। মঙ্গলবার হাই কোর্টের কিছু এজলাসে মামলার শুনানিতে আইনজীবীরা উপস্থিত থাকলেও, অনেক ক্ষেত্রেই আইনজীবীরা উপস্থিত ছিলেন না।
হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক শঙ্করপ্রসাদ দলপতি এবং বার লাইব্রেরির সম্পাদক সব্যসাচী চৌধুরী জানিয়েছেন, ওই বদলির সিদ্ধান্ত প্রত্যাহারের আর্জি জানিয়েছেন আইনজীবীরা। তাঁরা জানান, সেই মর্মে প্রতীকী প্রতিবাদ হিসাবে আজ এজলাসে উপস্থিত না-থাকার সিদ্ধান্ত নেয় আইনজীবী সংগঠনগুলি। যদিও বেশ কিছু এজলাসে আইনজীবীদের উপস্থিত থাকতে দেখা গিয়েছে।
যে কোনও হাই কোর্টে বিচারপতি নিয়োগ এবং তাঁদের বদলি সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। কলেজিয়ামের সুপারিশের ভিত্তিতেই এই নিয়োগ এবং বদলিপ্রক্রিয়া চলে। সুপ্রিম কোর্টের এই কলেজিয়ামের নেতৃত্বে থাকেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। দিল্লি হাই কোর্ট থেকে কলকাতায় ওই বিচারপতির বদলিতে আপত্তির কথা জানিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে চিঠিও পাঠিয়েছিল কলকাতা হাই কোর্টের আইনজীবীদের তিনটি সংগঠন। এরই মধ্যে মঙ্গলবার আইনজীবীদের একাংশকে কোর্টে মামলার সময় দেখা গেল না।