• এক সপ্তাহের বেশি রাজ্যে পুলিশের সমস্ত ছুটি বাতিল, নির্দেশিকা ঘিরে জোর চর্চা
    এই সময় | ০২ এপ্রিল ২০২৫
  • আগামী আট দিন কোনও ছুটি নিতে পারবেন না পুলিশ কর্মীরা। রাজ্য পুলিশের তরফে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে বলে খবর। সূত্রের খবর, মঙ্গলবার এই নির্দেশিকা জারি করা হয়। সেখানে জানানো হয়, পুলিশ কমিশনারেট বা জেলা পুলিশের এলাকায় ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত জরুরি কারণ ছাড়া কোনও পুলিশকর্মীর কোনওরকম ছুটি মঞ্জুর হবে না। রাজ্য পুলিশের সমস্ত কর্তাকে এই মর্মে বার্তা পাঠানো হয়েছে বলেও খবর।

    আগামী ৬ এপ্রিল রামনবমী। রাজ্যের বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হবে। বিভিন্ন জায়গায় মিছিল রয়েছে। রয়েছে নানা কর্মসূচি। কানাঘুষো, রামনবমীকে ঘিরে বহু মানুষ পথে নামবেন। কোনও ভাবেই যাতে আইনশৃঙ্খলা ব্যাহত না হয়, সে কথা মাথায় রেখেই রাজ্য পুলিশের এই নির্দেশিকা। অন্তত এমনটাই মনে করা হচ্ছে।

    প্রসঙ্গত, রামনবমী ও ইদের আগে বিভিন্ন মহল থেকে অশান্তি ও গোলমাল পাকানোর চেষ্টা হচ্ছে জানিয়ে রাজ্যবাসীকে সতর্ক করেছিল পুলিশ। গত শনিবার সাংবাদিক সম্মেলন করেছিলেন রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম এবং এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে মনে করছে বিভিন্ন মহল।

  • Link to this news (এই সময়)