• আবাসনের ভেতরে উদ্ধার পানশালার নর্তকীর দেহ, বাগুইহাটির ঘটনায় ঘনীভূত হচ্ছে রহস্য
    আজকাল | ০২ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বাগুইহাটি দেশবন্ধু নগর এলাকার এক অভিজাত আবাসনে ভয়াবহ ঘটনা। পুলিশ সূত্রে খবর, ওই আবাসনের তিনতলার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে এক তরুণীর দেহ। জানা গিয়েছে, ওই তরুণী পানশালার নর্তকী ছিলেন। কীভাবে এই ভয়াবহ ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই, তদন্তে নেমেছে পুলিষ। জানা গিয়েছে, সোমবার রাতে ওই নর্তকীর ফ্ল্যাটে তাঁর এক পুরুষ বন্ধুও উপস্থিত ছিলেন। সেখানে ওই ছেলেটির জন্মদিন উদযাপন করছিলেন ওই নর্তকী। তবে এই দু’জন ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না বলেই জানা গিয়েছে। মঙ্গলবার সকালে ফ্ল্যাটের ভেতরে খাটের ওপর থেকে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

    জানা গিয়েছে, ওই তরুণীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ইতিমধ্যেই, তদন্তে নেমে ওই নর্তকীর বন্ধুকে আটক করেছে বাগুইহাটি থানা। পুলিশ সূত্রে খবর, জন্মদিনের পার্টি শেষে দু’জনেই ঘরের মধ্যে ছিলেন। আবাসনের কোলাপসেবল গেটে তালা মারা ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, ঘরের ভেতরে কী কান্ড ঘটেছিল তা শুধুমাত্র ওই নর্তকীর পুরুষ সঙ্গীরই জানার কথা। জানা যাচ্ছে, আবাসনের চাবি ওই তরুণীর কাছে থাকায় কোনভাবেই পালাতে পারেনি ওড়িশার যুবক। কোলাপসেবল গেটের দরজা এবং তিনটি তালা ভেঙে তরুণীর নিথর দেহটি উদ্ধার করে বাগুইহাটি থানার পুলিশ। ওই তরুণীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই তদন্ত এগোবে পুলিশ।
  • Link to this news (আজকাল)