• এ যেন বাঘের ঘরেই ঘোগের বাস! সিভিক ভলান্টিয়ারের পোশাকে তৃণমূল নেতার বাড়িতে চুরি, হাওড়ায় চাঞ্চল্য...
    আজকাল | ০২ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে, বাঘের ঘরেই ঘোগের বাস! আর ঠিক সেই ঘটনাই ঘটল বেলুড়ের ভোট বাগানে। সিভিক পুলিশের পোশাক পরে চোর ঢুকে পড়ল প্রভাবশালী তৃণমূল নেতা, প্রাক্তন কাউন্সিলর তথা হাওড়া পুরসভার পরিচালন সমিতির অন্যতম সদস্য রিয়াজ আহমেদের বাড়িতে। ইদের দিন ভোরবেলায় নেতার বাড়ি থেকে চুরি হয়ে গেল স্ট্যান্ড ফ্যান ও একাধিক চেয়ার।

    ঘটনার সম্পূর্ণ ছবি ধরা পড়েছে সিসিটিভির ক্যামেরায়। চোর অত্যন্ত পরিকল্পিতভাবে প্রতারণার আশ্রয় নিয়ে চুরি করেছিল বলে জানা গেছে। রিয়াজের মাকে অভিযুক্ত জানায়, দাদা (রিয়াজ আহমেদ) পাঠিয়েছেন। এই কথা শুনে তৃণমূল নেতার মায়েরও কোনও সন্দেহ হয়নি। সেই সুযোগে নির্দ্বিধায় ফ্যান কাঁধে করে নিয়ে বেরিয়ে যায়। এরপর ওই ব্যক্তি রিয়াজের ভাইকে ডেকে পার্টি অফিস খুলতে বলেন এবং সেখান থেকে পাঁচটি প্লাস্টিকের চেয়ার নিয়ে চলে যান। শুধু তাই নয়, স্থানীয়দের মাধ্যমে একটি টোটো আনিয়ে সমস্ত মালপত্র সেটিতে চাপিয়ে সে উধাও হয়ে যায়।

    পরে বাড়ি ফিরে আসার পর রিয়াজ ঘটনাটি জানতে পারেন। প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে নীচে নেমে গিয়ে চমকে ওঠেন। তদন্ত করে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি আদতে কোনও পুলিশকর্মী নযন, বরং হাওড়ার বাঁকড়ার বাসিন্দা। এই ঘটনার পরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। সিসিটিভির ফুটেজের ভিত্তিতে চোরের ছবি বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে এমন একটি চুরির ঘটনা প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে।
  • Link to this news (আজকাল)