• নিশিরাতে নদীর পাড়ে একা হাঁটত কে? শোনা যেত ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না, একমাস পরে উন্মোচিত রহস্য...
    আজকাল | ০২ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: নিখোঁজ হয়েছিল একমাস আগে। ‌তারপর নিশিরাতে তাকে একা একা নাকি হাঁটতেও দেখা গিয়েছে। মঙ্গলবার ইছামতীর জল থেকে উদ্ধার হল সেই নিখোঁজ কিশোরীর দেহ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা বাদুড়িয়ার বাজিতপুরে। পুলিশও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরীর নাম নাসিফা সুলতানা। তাঁর বাড়ি বসিরহাটের সংগ্রামপুর-শিবহাটি গ্রাম পঞ্চায়েতের পশ্চিমপাড়ায়। সে স্থানীয় হরিমোহন দালাল বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত। গত পয়লা মার্চ প্রাইভেট টিউশন থেকে বাড়ি ফিরতে দেরি করায় তার মা তাকে বকেছিলেন।

    অভিমানে ওই কিশোরী রাতেই বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। তারপর আর তার কোনও খোঁজ পাওয়া যায়নি। পরিবারের লোকেরা বন্ধু ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজখবর করেছেন। কিন্তু নাসিফার সন্ধান পাওয়া যায়নি। সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে বসিরহাট থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়। তদন্তে নেমে পুলিশ প্রথমে দুই কিশোরকে আটক করেছিল। যদিও তাদের সঙ্গে নাসিফা নিখোঁজ হওয়ার কোনও যোগসূত্র পুলিশ পায়নি। পরে পুলিশ তাদের ছেড়ে দেয়। 

    কয়েকদিন পরে লোকের মুখে মুখে শোনা যায়, বসিরহাট থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে নিশিরাতে এক কিশোরীকে নদীর পাড়ে একা একা নাকি হাঁটতে দেখা গিয়েছে। কারোর কারোর মতে, নদীর পাড় থেকে ভেসে আসত ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার শব্দ। স্থানীয় বাসিন্দাদের কয়েকজন নাকি তাঁদের মোবাইল ফোনে সেই ছবিও তুলেছিলেন। পরিবারের লোকেরা এরকম একটি ভিডিও পুলিশকেও পাঠিয়ে ছিলেন বলে জানা যায়।  কিন্তু পুলিশ নিখোঁজ কিশোরীর কোনও সন্ধান দিতে পারেনি। মঙ্গলবার বেলার দিকে স্থানীয় বাসিন্দারা ইছামতী নদীর বুকে এক কিশোরীর দেহ ভাসতে দেখেন।

    খবর পেয়ে বাদুড়িয়া থানার পুলিশ দেহটি উদ্ধার করে। নিখোঁজ কিশোরীর পরিবারের লোকেদের ডেকে পাঠানো হয়। তাঁরা দেহটি নাসিফার বলে শনাক্ত করেন। নিখোঁজ হওয়ার একমাস পরে একমাস পরে কিশোরীর দেহ উদ্ধার হওয়ার পর বেশ কিছু প্রশ্ন উঠেছে। মাত্র ১৪ বছরের কিশোরী একমাস ধরে কোথায় ছিল? নিশিরাতে নদীর পাড়ে সে কী করত? ঘটনাটি খুন না আত্মহত্যা, তা নিয়েও প্রশ্ন উঠেছে। রহস্যময় ঘটনাটি নিয়ে পুলিশও ধন্দে রয়েছে। পুলিশ ওই কিশোরীর দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। ‌
  • Link to this news (আজকাল)