আজকাল ওয়েবডেস্ক: ভিক্ষুক সেজে শিশু চুরি মালদায়। নিখোঁজ তিন বছরের একটি শিশু। মালদার কালিয়াচকের শেরশাহী এলাকার ঘটনা। ইদে বাবার কাছে মা নিয়ে এসেছিলেন শিশুকে। উদ্দেশ্য, সকলে মিলে একসঙ্গে ইদের আনন্দ উপভোগ করা। গত শুক্রবার ২৮ মার্চ চারজন মহিলা এলাকায় আসে ভিক্ষা করতে। এরপরেই নিখোঁজ হয়ে যায় শিশুটি।
সিসিটিভি ফুটেজ অনুযায়ী, বাইরে থেকে আসা ভিক্ষুক এক মহিলাই বাচ্চাটির হাত ধরে নিয়ে চলে যায়। জানা গিয়েছে, ওই দলে চারজন প্রাপ্তবয়স্ক মহিলা ছাড়াও ছিল দুটি শিশু। ঘটনার পর ওই মহিলাদের খোঁজখবর করার পরেও জানা যায়নি তারা কোথা থেকে এসেছিল। জানা গিয়েছে, ঘটনার সময় চুরি যাওয়া শিশুটি রাস্তায় খেলছিল। সেখান থেকেই তাকে ভিক্ষুকবেশী ওই মহিলারা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ।
ইতিমধ্যেই কালিয়াচক থানার দ্বারস্থ হয়েছেন শিশুটির অভিভাবকরা। লিখিতভাবে গোটা বিষয়টি জানিয়েছেন তাঁরা। পুলিশের পক্ষ থেকেও চলছে খোঁজখবর। তবে এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। পাশাপাশি এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও।