বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে গিয়ে রহস্যমৃত্যু নাবালিকার, জঙ্গল থেকে উদ্ধার দেহ...
আজকাল | ০২ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক : শিলিগুড়ি উত্তরকন্যার কাছে রাস্তার পাশে একটি জঙ্গল থেকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধার। মৃত নাবালিকার বয়স ১৪ বছর। শান্তিপাড়া সংলগ্ন এলাকার বাসিন্দা সে এবং স্থানীয় একটি স্কুলের ছাত্রী। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর নাগাদ বান্ধবীদের সঙ্গে বাড়ি থেকে তিনবাত্তি মোড়ে বিরিয়ানি খাবার নাম করে বেরিয়ে ছিল। তবে অনেকটা সময় অতিক্রান্ত হয়ে যাবার পর মেয়ে বাড়ি না ফেরায় চিন্তাগ্রস্ত হয় পরিবারের লোকজন। শুরু হয় খোঁজখবর।
এরপর হঠাৎ সেই নাবালিকার প্রেমিক তাঁর পরিবারকে ফোন করে এবং তাঁর আশঙ্কাজনক অবস্থার কথা জানায়। নাবালিকার দেহ বাড়িতে আসে। তারপর নাবালিকাকে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার জেরে কান্নায় ভেঙে পড়ে নাবালিকার পরিবারের সদস্যরা। ইতিমধ্যে এই ঘটনায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং নাবালিকার দেহ ময়নাতন্তের জন্য পাঠানো হয়েছে।
পরিবারের অভিযোগ, প্রেমিক নাবালিকার দেহ উত্তরকন্যার পার্শ্ববর্তী একটি জঙ্গল থেকে উদ্ধার করেছে। এবার প্রশ্ন হল কিভাবে ওই নাবালিকা উত্তরকন্যার পার্শ্ববর্তী ওই জঙ্গলে পৌঁছাল? তাহলে কে বা কারা তাঁর এমন পরিণতি করল সেটাই প্রধান প্রশ্ন।
ঘটনায় দুজনকে আটক করেছে শিলিগুড়ি থানার পুলিশ। ঘটনার জেরে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি বাগে আনতে নামানো হয় পুলিশের বিশাল বাহিনী। পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত দুই বন্ধুকে ইতিমধ্যে আটক করে নিয়ে যাওয়া হয়েছে থানায়।