• কলকাতা জাদুঘরে বোমা? বড়সড় হামলার হুমকি দিয়ে ই-মেল, চলছে তল্লাশি...
    আজকাল | ০২ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: এবার কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে বোমাতঙ্ক। বোমা মেরে গোটা জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পাঠানো হয়েছে ই-মেল। যার জেরে মঙ্গলবার সকাল থেকে জোরকদমে চলছে তল্লাশি অভিযান। 

    সূত্রের খবর, রবিবার রাতেই কলকাতা ইন্ডিয়ান মিউজিয়াম কর্তৃপক্ষের কাছে ই-মেল আসে। যেখানে জানানো হয়, জাদুঘরে বোমা রাখা রয়েছে। একটি নয়, একাধিক বোমা রয়েছে।‌ গণহত্যার উদ্দেশ্যেই বোমাগুলি রাখা হয়েছে। মঙ্গলবারেই হামলা হবে জাদুঘরে। কোন সংগঠনের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে, তা এখনও জানা যায়নি। 

    বোমা হামলার ই-মেল পাওয়ার পরেই আজ সকাল থেকে গোটা জাদুঘর ঘিরে ফেলে নিউমার্কেট থানার পুলিশ। সকাল থেকেই তল্লাশি চলছে। কোনও দর্শককে ঢুকতে দেওয়া হচ্ছে না। তার পাশাপাশি জাদুঘরের আশেপাশের জায়গাতেও তল্লাশি করছে নিউমার্কেট থানা পুলিশ। সরিয়ে দেওয়া হয়েছে আশেপাশের বাসিন্দাদের। 

    এদিকে আজ সকালেই জাদুঘর পরিদর্শনে আসেন শতাধিক মানষ। তাঁদের মধ্যে কয়েকজন বিদেশিও ছিলেন। কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। ঘটনাস্থলে হাজির লালবাজার বোম স্কোয়াড, স্লিপার ডগ। এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি বলে জানা গেছে।
  • Link to this news (আজকাল)