'সব দলীয় পদ থেকে অব্যাহতি নিলাম', সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিস্ফোরক BJP বিধায়ক
আজ তক | ০২ এপ্রিল ২০২৫
বছর ঘুরতে না ঘুরতেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই বিস্ফোরক আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাওঁ। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করে দলের সব থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা করলেন।
মনোজ কুমার ওরাওঁ-এর অভিযোগ, দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীর মতো নেতা বাংলায় পরিবর্তন আনতে কাজ করছেন। কিন্তু কয়েকজন তা না করে চাটুকারিতাকে প্রাধান্য দিচ্ছেন। দলের অভ্যন্তরে এই পরিবেশ তিনি মেনে নিতে পারছেন না।
ফেসবুকে ওই বিজেপি বিধায়ক লেখেন, 'শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ বাংলায় পরিবর্তন আনতে জান প্রাণ লাগিয়ে দিচ্ছন। কয়েকজন নেতৃত্ব ব্যাক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠে পরে লেগেছে। কিন্তু কয়েকজন সাধারণ কর্মীদের ভাবাবেগে আঘাত করে ও তাদের পছন্দের বিরুদ্ধে চাটুকারিকেই প্রধান্য দিচ্ছে । আলিপুরদুয়ার জেলায় নির্বাচনে দলের রেজাল্ট খারাপ হলে এর দায় তাদেরই নিতে হবে। এই পরিবেশে দলের কোন দায়িত্বে থাকতে পারছি না। তাই সব দলীয় পদ থেকে অব্যহতি নিলাম। একজন সাধারণ কর্মী হিসাবে বিজেপিতে থাকব।'
এর আগে দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্র নাথ রায়। আবার হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। যা নিয়ে অস্বস্তিতে পড়তে হয় গেরুয়া শিবিরকে। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, এতে দলে কোনও প্রভাব পড়বে না। তিনি জানতেন তাপসী তৃণমূলে যোগ দেবেন।
প্রসঙ্গত, আলিপুরদুয়ারে মোট ৫টি বিধানসভা আসন রয়েছে। ২০২১-এর ভোটে সবকটি আসন দখল করেছিল বিজেপি। পরে আলিপুরদুয়ার আসনে জয়ী সুমন কাঞ্জিলাল তৃণমূলের যোগ দেন। আর এক বিধায়ক মনোজ টিগ্গা লোকসভা ভোটে জিতে সাংসদ হন। এই পরিস্থিতিতে দলের একাংশের বিরুদ্ধে মুখ খুললেন মনোজ।