• জগদ্দলে গুলি কাণ্ড: অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
    বর্তমান | ০২ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: জগদ্দল গুলি কাণ্ডে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল বারাকপুর এসিজেএম আদালত। জানা গিয়েছে তদন্তকারী অফিসার আজ, মঙ্গলবার বিচারক মনিকা চট্টোপাধ্যায়ের এজলাসে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেন। বিচারক সেই আবেদন মঞ্জুর করেন। বর্তমানে অবশ্য অর্জুন সিং রাজ্যের বাইরে রয়েছেন। এর আগে ওই মামলায় চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল। ঘটনায় অর্জুন সিংকেও তাঁর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন জগদ্দল থানার আইসি মধুসূদন মন্ডল। উল্লেখ্য, গত ২৬ মার্চ বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় জগদ্দলের মেঘনা মোড় সংলগ্ন এলাকায়। চলে গুলি ও বোমা। গুলিবিদ্ধও হন একজন। ঘটনায় অভিযোগের তির ওঠে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের দিকে। এরপর তাঁকে তলব করে জগদ্দল থানা। হাজিরা দেওয়ার নোটিসও পাঠানো হয়। 
  • Link to this news (বর্তমান)