ভারতীয় জাদুঘরে বোমাতঙ্ক, অকুস্থলে পুলিস ও বম্ব স্কোয়াড
বর্তমান | ০২ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের জাদুঘরে বোমাতঙ্ক। আজ, মঙ্গলবার দুপুরে হুমকি ই-মেলকে ঘিরে ছড়াল তীব্র আতঙ্ক। পুলিস সূত্রে খবর, অজ্ঞাতপরিচয় আইডি থেকে একটি ই-মেল আসে ভারতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে। তাতে জাদুঘরে বোমা রাখা আছে বলে দাবি করা হয়। এরপরই নিউমার্কেট থানায় বিষয়টি জানানো হয়। খবর পেয়েই অকুস্থলে ছুটে আসেন পুলিস কর্মীরা। লালবাজার থেকে আসে বম্ব স্কোয়াড। আনা হয় স্নিফার ডগও। জাদুঘরের অন্দরে শুরু হয় জোর তল্লাশি। পাশাপাশি ভিতরে থাকা সমস্ত দর্শকদেরও তড়িঘড়ি বাইরে বের করে দেওয়া হয়। মিউজিয়াম কর্তৃপক্ষ সূত্রে খবর, তখন জাদুঘরে ছিলেন প্রায় ৫০৯ জন দর্শক। তাঁদের মধ্যে ছিলেন ১০ জন বিদেশি পর্যটকও। সকলকেই বিষয়টি বুঝিয়ে বলা হয়। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় জাদুঘরের মূল প্রবেশদ্বারটিও। তবে তল্লাশি চলাকালীন ভিতরে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি বলে সূত্রের খবর। প্রাথমিক তদন্তে ওই মেলটি ভুয়ো বলেই মনে করছেন তদন্তকারীরা। তল্লাশি এখনও চলছে। রয়েছে কড়া নজরদারি।