• বসিরহাট লোকসভায় উপনির্বাচনের দাবিতে জনস্বার্থ মামলা হাইকোর্টে
    দৈনিক স্টেটসম্যান | ০২ এপ্রিল ২০২৫
  • গত বছরের ২৫ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ হাজি নুরুল। তারপর থেকে এই কেন্দ্রটি দীর্ঘদিন ধরে সাংসদহীন অবস্থায় পড়ে রয়েছে। সম্প্রতি এই কেন্দ্রের উপনির্বাচন চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছেন এক ব্যক্তি। মামলাকারী গৌতম রায় অভিযোগ করেছেন, উপনির্বাচন না করে ওই এলাকার মানুষের সাংবিধানিক অধিকার নষ্ট করছে নির্বাচন কমিশন। সেজন্য এই বিষয়ে কমিশনকে অবিলম্বে পদক্ষেপের জন্য নির্দেশ দিক আদালত।

    সাংসদহীন বসিরহাট লোকসভা কেন্দ্রে দ্রুত উপনির্বাচনের আর্জি জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন মামলাকারী গৌতম রায়। হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহেই সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

    ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অন্যতম বিতর্কিত কেন্দ্র ছিল বসিরহাট। কারণ এই কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি বিধানসভা এলাকায় তৃণমূলের প্রাক্তন নেতা শেখ শাহজাহানকে নিয়ে তোলপাড় হয়ে যায় রাজ্য। বিজেপি এখানকার এক প্রতিবাদী মহিলা রেখা পাত্রকে প্রার্থী করে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রেখা পাত্রের ভোট প্রচারে এগিয়ে আসেন। অন্যদিকে তৃণমূলের প্রার্থী হন এখানকার একসময়ের প্রাক্তন সাংসদ হাজি নুরুল। ব্যাপকভাবে প্রচার করেও এই কেন্দ্রে সুবিধা করতে পারেনি বিজেপি। তৃণমূলের টিকিটে ব্যাপক ভোটে জয়লাভ করেন ৬১ বছর বয়সী হাজি নুরুল।

    নুরুল আগে থেকেই বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। দীর্ঘদিন ধরে তিনি যকৃতের ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসা করেও তাঁকে সুস্থ করা যায়নি। সাংসদ নির্বাচিত হওয়ার মাস পাঁচেকের মধ্যেই তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পর প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও এখনও সেখানে উপনির্বাচন হয়নি। অথচ গত বছরের অক্টোবরে রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করে। নভেম্বরে সেই উপনির্বাচন হলেও বসিরহাট লোকসভা কেন্দ্রের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। সেজন্য অবিলম্বে উপনির্বাচনের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মামলাকারী।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)