জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাইকোর্টে গিয়েও মিলল না স্বস্তি। জগদ্দলে গুলি চালনার ঘটনায় এবার বিজেপি নেতা, প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর আদালত।
জগদ্দলের মেঘনা মোড়ে মজদুর ভবন। অর্জুনের বাড়িতে সামনে গুলি চলে। সঙ্গে বোমাবাজিও। ঘটনায় সাদ্দাম হোসেন নামে এক যুবক জখম হন। তিনি এখন কল্যাণীর জে এন এম হাসপাতালে ভর্তি। কবে? ২৬ মার্চ রাতে। তৃণমূলের দাবি, সাদ্দাম তাদের দলের কর্মী এবং তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন অর্জুনই। পরের দিনই তাঁকে তলব করে জগদ্দল থানার পুলিস। থানায় অবশ্য় হাজিরা দেননি বিজেপি নেতা। তৃণমূল যে অভিযোগ করেছে, সেই অভিযোগও অস্বীকারও করে তিনি। এরপর আজ, মঙ্গলবার অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আর্জি জানিয়ে ব্যারাকপুর আদালতের দ্বারস্থ হয় পুলিসই। সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারক।
চুপ করে বসে নেই অর্জুনও। পুলিসের বিরুদ্ধে হেনস্থার অভিযোগে হাইকোর্টে মামলা করেছেন তিনি। বস্তুত. আজ মঙ্গলবারই মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু ধর্মঘটের কারণে শুনানি হয়নি। অর্জুন বলেন, 'আমি হাইকোর্টের গিয়েছি। আজকে হাইকোর্টে ধর্মঘট হল, তারজন্য আমার মামলাটা শোনা গেল না। যেখানে তৃণমূলে দুই গুন্ডা পিস্তর নিয়ে গুলি চালাচ্ছে, পুলিস স্বতঃপ্রণোদিত মামলা করেছে। তারপরে কী করে নিম্ন আদালত আমার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করল। বোঝা যাচ্ছে নিম্ম আদালতের কী অবস্থা, কারা কোর্ট চালাচ্ছে। আমাদের আদালতের উপর বিশ্বাস আছে। কালকে হাইকোর্টে মামলা আছে দেখা যাক কী হয়'।