• পার্টিতে ছিল মাত্র ২ জন! বার ড্যান্সারের 'রহস্যমৃত্যু' তদন্তে চাঞ্চল্যকর আপডেট...
    ২৪ ঘন্টা | ০২ এপ্রিল ২০২৫
  • সৌমেন ভট্টাচার্য: বাগুইহাটির দেশবন্ধুনগরে অভিজাত আবাসন থেকে যুবতীর দেহ উদ্ধার ঘিরে রহস্য। তদন্তে পুলিস। আবাসনের A ব্লকের থার্ড ফ্লোরের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় দেহ। অনেকদিন ধরেই এই ফ্ল্যাটে ভাড়া থাকতেন মণীষা রায় ওরফে প্রমিলা নামে ২২ বছরের ওই বার ড্যান্সার। কয়েকদিন ধরে ওই ফ্ল্যাটে আসাযাওয়া করছিল আটক যুবক। নাম অন্তর্যামী সোয়েন। 

    আদতে ওড়িশারা বাসিন্দা অন্তর্যামী সোয়েন নামে ওই যুবক মৃতার বয়ফ্রেন্ড বলে জানা গিয়েছে। আটক যুবতীর পুরুষসঙ্গী। সূত্রের খবর, গতকাল রাতে যুবতীর বয়ফ্রেন্ড ওড়িশারর জগতসিংপুরের বাসিন্দা অন্তর্যামী সোয়েনের জন্মদিনের পার্টি চলছিল মনীষার ফ্ল্যাটে। শুধুমাত্র ওই দুজনই উপস্থিত ছিল ওই পার্টিতে। এরপরই মঙ্গলবার সকালে খাটের ওপর থেকে যুবতীর দেহ উদ্ধার হয়। 

    পুলিস সূত্রে খবর, যুবতীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধ করে খুন? নাকি আত্মহত্যা? সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তদন্তে নেমে যুবতীর পুরুষবন্ধুকে আটক করেছে বাগুইআটি থানার পুলিস। আবাসনের তিনতলার ফ্ল্যাটের কলাপসেবল গেটের দরজা ও আরও তিনটি তালা ভেঙে যুবতীর নিথর দেহ উদ্ধার করে বাগুইহাটি থানার পুলিস। 

    দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর-ই মৃত্যুর সঠিক কারণ বোঝা যাবে।

  • Link to this news (২৪ ঘন্টা)