যাত্রীদের নিয়ে মিরিকের খাদে পড়ল গাড়ি, দুর্ঘটনায় মৃত্যু চালকের, আহত ৫
প্রতিদিন | ০২ এপ্রিল ২০২৫
ধনরাজ ঘিসিং, দার্জিলিং: ভয়াবহ দুর্ঘটনা দার্জিলিংয়ের মিরিখে। যাত্রীবোঝাই গাড়ি গড়িয়ে পড়ল খাদে। ঘটনায় মারা গেলেন গাড়ির চালক। মিরিক থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। পাহাড়ি রাস্তায় চালকরা অত্যন্ত দক্ষ হন। প্রতিকূল পরিস্থিতিতেও দক্ষ হাতে স্টিয়ারিং সামলে রাখেন তাঁরা। এক্ষেত্রে চালক কেন দুর্ঘটনা এড়াতে পারলেন না? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা গিয়েছে, আজ মঙ্গলবার মিরিকের সুখিয়া যাছিল এক যাত্রীবাহী বেসরকারি সুমো গাড়ি। গাড়িতে চালক ছাড়া পাঁচজন যাত্রী ছিলেন। ঘয়াবাড়ি এলাকায় রাস্তায় বাঁক নেওয়ার সময় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। পালটি খেয়ে গাড়িটি গড়িয়ে খাদের মধ্যে পড়ে যায়। বেশ কিছুটা নীচে গাড়িটি আটকে থাকে। বিকট আওয়াজ শুনে ওই এলাকায় পৌঁছন স্থানীয় বাসিন্দারা। খাদের মধ্যে নেমে উদ্ধারকাজ শুরু হয়। দুমড়েমুচড়ে যাওয়া গাড়ির ভিতর থেকে একে একে বার করে নিয়ে আসা হয় যাত্রীদের। রক্তাক্ত অবস্থায় চালককেও উদ্ধার করা হয়।
দুর্ঘটনার খবর শুনে এলাকায় পৌঁছন মিরিক থানার পুলিশ। চালক ও যাত্রীদের স্থানীয় সুকনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ওই গাড়িচালককে মৃত বলে ঘোষণা করেন। ওই পাঁচজন যাত্রীও গুরুতর জখম হয়েছেন। তাঁদেরও চিকিৎসা চলছে। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল? নিয়ন্ত্রণ হারিয়ে কি গাড়িটি পড়ে যায়? নাকি চালকের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা? সেই বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। গাড়িটি কি বেশি গতিতে চালানো হচ্ছিল? সেই প্রশ্নও উঠেছে। জখম যাত্রীদের অনেকে শিলিগুড়ি ও মিরিকের বাসিন্দা বলে জানা গিয়েছে।